আমাদের কথা খুঁজে নিন

   

শরবতে কাঠালপাতা--চুমুকে চুমুকে শক্তি!

বিরিন শট যে সমস্ত ব্লগারের উপর আজকের হরতাল সফল করার কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে তাদের অগ্রীম সংগ্রামী শুভেচ্ছা।পুলিশের দাবড়ানি আর লাঠির বাড়িতে পশ্চাৎদেশে সৃষ্ট বেদনা আর ঘা আপনাদের জাতীয়তাবাদী উদ্যম ও মনোবলে যেন বিন্দুমাত্র ভাটা না ফেলতে পারে সে যেন বিশ্বখ্যাত পাকিস্তানী কোম্পানি হামদর্দ নিয়ে এসেছে এক যুগান্তকারী আবিষ্কার ‘‘শরবতে কাঠালপাতা’’ যা আমাদের নিজস্ব বাগানের উৎকৃষ্টমানের কাঁঠালগাছের বাছাইকৃত সেরা পাতা থেকে আহরিত ঘন নির্যাস থেকে কোনো প্রকার নাপাকিস্তানের স্পর্শ ছাড়াই (সম্পূর্ণ অটোমেটিক মেশিনে) তৈরী। সম্পূর্ণ পাকিস্তানী ফর্মূলায় তৈরী অভাবনীয় এই শরবত সেবনে মুহূর্তে পশ্চাৎদেশের বেদনা,গ্রন্থির বেদনা,মাংসপেশীর বেদনা এবং ঘাড়ের ফোলা নিবারিত হয়,ইহা অল্প পরিশ্রমে কাতরতা দূর করে, শারীরিক-মানসিক চমৎকার টনিক হিসেবে কাজ করে। ইহা সেবনে মুহূর্তে শারীরিক-মানসিক সকল ক্লান্তি-শ্রান্তি-অবসাদ দূরীভূত হয়ে নিমিষে শরীরে ফিরে আসে হৃতশক্তি, তেজ ও এক অভাবনীয় জাতীয়তাবাদী চেতনা ও ঈমানী জোশ । নিজস্ব বাগানের উৎকৃষ্টমানের কাঁঠালপাতার স্যাম্পল! (বিঃ দ্রঃ এখন বটিকা ও মলম আকারেও পাওয়া যাচ্ছে---- আক্রান্তস্হানে সরাসরি মর্দনে যা ‘‘শরবতে কাঠালপাতা’’র মতই দ্রুত ফলদান করে )  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।