আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দ্র কাকুর মন্দা বচন

ওগো ও মামণি সামলিয়ে রাখো ও অঘ্রাত যোনি কাতর নয়নে চেয়ো না এ ক্ষনে ভিজে যাবে সব তোমারো অজ্ঞাতে ঘুমাও বালিকা স্তনের লতিকা জাগায়ো না আর সহজ সরলে যদি যায় বেলা কেন শুধু তবে করো ছলা কলা কামাতুর কালে অধর ও ধরে কত কি যে চলে কে'বা কয় কারে যেদিন সজোড়ে সিঁড়ির আড়ালে ধরেছো জড়িয়ে বুঝিনি প্রথমে দিগবিদিক কে ঝড়োশ্বাস তোলা সাবধানী চুমো নিয়েছো আঁধারে চেটেপুটে লুটে আলোতে অবাক হয়েও নির্বাক থাকতে হয়েছে পারিনি বলতে তোমার মা'ও যে ওই সিঁড়ি ঘরে বহু দিনে-রাতে একই বিছের কাঁমড় খেয়েছে বোঝো এই হাল কি করি যে বাল হয় নাই কাটা হায় কত কাল আর জ্বলে নাই অপরাধ বোধ কারণ তোমার এ কাকু আসলে পুরাই বাঞ্চোত ধুরও বালিকা ঘুমাও ঝটিকা ভুলে যাও দ্রুত অসম প্রেমের সুখের সমতা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।