আমাদের কথা খুঁজে নিন

   

somewhereinblog আর সামুর সকল বাসিন্দা - - সবাইরে সত্যিই খুব মিস করব ,খুব ...

I deem them mad because they think my days have a price... হ্যাঁ, কিছুটা আতলামি পোস্ট বলতে পারেন এইটাকে। কিন্তু এই আতলামিটুকু না করলে আমার সত্যিই চলছিল না। একটু খুলেই বলি। এই ব্লগটা আমি পড়ি বেশ আগে থেকেই। কিন্তু সব মিলিয়ে একাউন্ট খোলা হয়ে উঠছিলনা।

অনেকবার খুলতে গিয়েও পছন্দের প্রোফাইল নাম না পেয়ে বিরক্তি চোখে মুখে চেপে বের হয়ে এসেছি। কিন্তু অবশেষে নিয়নের আলো নিকে যখন ব্লগিং শুরু করলাম তখনকার ব্যাপারগুলো সত্যি অদ্ভুত ছিল সাথে নস্টালজিকও। প্রথম পোস্ট দেওয়া,কমেন্ট পাইলে খুশিতে লাফাইয়া উঠা,কোন পোস্টে কমেন্ট কম পড়লে সামুর মুন্ডুপাত করা এই সব গুলো জিনিস খুব করে মনে আছে এখনো। এত বড় একটা ব্লগে আছি মাঝে মাঝে ভাবতেই ভাল লাগত। এত সব ব্লগার, এত রকম পোস্ট সত্যি এই সামুটারে এখন বড্ড মিস করি।

মনে আছে কয়দিন আগে সামু যখন দুই দিনের জন্য অফ ছিল কি অসহ্য লাগছিল। আর এইবারের অবস্থা একেবারেই অন্যরকম। সেমিস্টার ফাইনাল এক্কেবারে দরজার সামনে এসে কলিংবেল টিপছে। না চাইলেও নেট অফ রাখতে হবে পুরো মাস। অন্য কিছুর জন্য খারাপ লাগবে কিনা জানিনা কিন্তু সামুর জন্য এখনই কলিজা পুরাইতাচে।

এতসব ব্লগার ভাইয়া আপু,কবিতা ,গান,গল্প,টেকি পোস্ট,রিপোস্ট(চক্ষের দুশমন এই রিপোস্ট গুলানও!!!) আর সামুর চেহারা সব কিছুই অনেক অনেক মিস করব। তবে আসতেছি এক মাস পরেই। এই পরীক্ষা গুলান দিয়া লই তারপর আবার সব সামুনিয়ানের লগে যোগ দিমু আর পোস্টামু আর পোস্টাইতেই থাকমু...সামু আর সামুনিয়ান গুলানরে আসলেই বহুত ভালবাসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।