সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
একদা এক দরিদ্র মাতা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর নিকট এক আর্জি নিয়ে হাজির হলেন। দরিদ্র সেই মহিলার ছেলে মিষ্টি খেতে খুব পছন্দ করতো এবং প্রতিদিনই তার মায়ের কাছ বায়না করত মিষ্টি খাবার জন্য। অভাবের সংসারে দরিদ্র মাতার পক্ষে প্রতিদিন মিষ্টি যোগার করা ছিল অসম্বভ। এই সমস্যার সমাধানের জন্য তিনি নবীজির কাছে গেলেন যাতে তিঁনি তার ছেলেকে মিষ্টি খেতে বারণ করেন। হযরত মোহাম্মদ (সঃ) গরীর মাতার কাছে বিস্তারিত শুনে পরের দিন আসতে বললেন।
মহিলা পরের দিন নবীজির কাছে আসলে তিনি তাকে আবরো পরের দিন আসতে বললেন। এই ভাবে পর পর কয়েক দিন আসার পরে নবীজি দরিদ্র মাতার ছেলেটিকে বললেন, তুমি আর তোমার মায়ের কাছে প্রতিদিন মিষ্টি খাবার বায়না করো না। ছেলেটি নবীজির কথায় সায় দিলো এবং মিষ্টি খাওয়া কমিয়ে দিলো।
দরিদ্র মাতা তার ছেলের মিষ্টি খাবার বায়না থেকে রেহাই পেলেও একটি কথা তার মনে ঘুরপাক খেতে লাগলো। নবীজি কেন তাকে এই সামান্য কথাটি বলার জন্য বারে বারে আসতে বললেন।
একদিন তিনি আবার নবীজির দরবারে হাজির হয়ে তার মনের মাঝে উদয় হওয়া প্রশ্নটি করলেন। "নবীজি আপনি আমার ছেলেকে মিষ্টি খেতে বারণ করায় সে এখন আর মিষ্টি খাবার জন্য বায়না ধরেণা। তবে এই কথাটি বলতে আপনি কেন এত দিন সময় নিলেন?" নবীজি কি উত্তর দিয়েছিলেন তা আপনাদের সবার জনা। তবে দুঃখ হয় আমরা আমাদের প্রিয় নবীর উম্মত হয়েও তার শিক্ষা ও উপদেশ আমাদের জীবনে গ্রহণ করতে পরিনাই। আমারাও যদি এই কাহিনীর অন্তর্নিহিত উপদেশের সাথে আমাদের বিবেক ও দায়িত্বশীলতাকে জাগ্রত করতে পারতাম তা হলে অনেক সমস্যা ও বিপদ থেকে মুক্তি পেতে পারতাম।
গত কাল সারা বিশ্বের সাথে বাংলাদেশও অনেক ঢাক ঢোল ও অর্থের শ্রাদ্ধ করে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস। সভা সমাবেশ, পোষ্টা ফেস্টুন সহ র্যালি রাজপথ কাপিয়েছে। শ্রাদ্ধ হয়েছে গরীবের কষ্টার্জিত অর্থের তবে কাজের কাজ কি হয়েছে তা গবেষণার বিষয়। তবে আমাদের সমস্যা রয়েগেছে সেই তীমিরে তার প্রমাণ এই উজ্জল রঙিন ছবি। দেশ থেকে ধুমপান নিবারণ করার জন্য NATAB এর এক সদস্য ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাবার আহ্বান জানাতে জানাতে হয়তো ক্লান্ত।
তাই ক্লান্তি দূর করতে সুখ টান দিচ্ছেন সবার অলক্ষ্যে। যিনি অপরকে আহ্বান জানান ধুমপাণ ছেড়ে দিতে তিনি যদি সেই ক্ষতিকর ধুমপানে আশক্ত থাকেন তবে তার কথা কে শুনবে? এই প্রশ্ন আমাদের।
আমরা জানি ধূমপানে বিষপান। জেনেশুনেই আমরা অনেকেই এই বিষপান করি । আমরা আমাদের অভ্যেসের বলয় থেকে বেরিয়ে আসতে পারি না।
মনে হয়, আজ থাক, কাল থেকে ছাড়ব। ভাবি, না থাক, পরশু। পরশু এলে ভাবি, পরের দিন ছেড়ে দেব। তারপর সেই দিন আসে। মনে হয়,যাক না আর কয়েক দিন।
সেই দিন কোনো দিনই আসে না। ধূমপান নামক বিষপানের বদ-অভ্যাসটিও যায় না যতক্ষণ না কোনো জটিল রোগ বাসা বাঁধে। তাই শুরুটা করতে হবে আজ থেকেই। যাঁরা ধূমপান ছাড়তে চান তাঁদের জন্য পরামর্শ আজই ছাড়ুন। এখুনি ছাড়ুন।
নিজ সংকল্পে অটল থাকুন। মনে রাখবেন, ধূমপান ছাড়া আর না-ছাড়ার মধ্যেব্যবধান সিগারেটে শুধু একটিমাত্র টান। এজন্য সবার সহযোগিতা নিন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন—সবাইকে পরিষ্কার জানিয়ে দিন, আপনি ধূমপান ছেড়েছেন। কেউ যেন আপনাকে সিগারেট অফার না করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।