বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
বড় বড় কোম্পানীর সিগারেটের প্যাকেটে বাংলা ইংরেজি উভয় ভাষাতেই লেখা থাকেঃ ধূম পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এতে করে কি ধূমপান কমেছে? যদি না কমে তাহলে এই মহাবাক্য লিখে রেখে লাভ কি? আর সিগারেট কোম্পানীগুলোর যদি সাহস থাকে তাহলে তারা লিখে দিক যে: তাদের কোম্পানীর সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা পারলে বোঝা যাবে যে তাদের সৎ সাহস আছে।
আমার এক বন্ধুর একবার অপারেশন হয়েছিল ঢাকার একটি বেসরকারী হাসপাতালে। অপারেশন শেষ হবার পর এক কর্মচারী দেখি ৪টি বেনসন বিড়ি নিয়ে এলো।
জিজ্ঞেস করলাম: বিড়িগুলো কার জন্য ?
জবাব: অপারেশনের পর ডাক্তার সাহেবরা অনেক টায়ার্ড। তারা ধূমপান করবেন!
আমার মনে হয় বাংলাদেশের বেশীর ভাগ ডাক্তারই ধূমপান করেন। তাই মানুষ যখন দেখে ডাক্তাররাই চুটিয়ে বিড়ি ফুকে যাচ্ছে তখন : ধুমপানে বিষপান" এই কথাটি সাধারণ মানুষের খুব একটা মনে ধরে না।
বিষই যদি হবে তবে ডাক্তাররা কেন তা খাবে?
আমি একটি টেবিল টক ( লেখক তরিকুল আলম) বইয়ে পড়েছিলামঃ একবার বিজ্ঞাপন প্রতিযোগিতায় একটি সিগারেট কোম্পানী প্রথম পুরস্কার লাভ করেছিল। বিজ্ঞাপনটি ছিলঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমনকি সেটা যদি ক্যাপস্টান হয় তাহওলেও!
বুঝুন ঠ্যালা।
তাই সব বিড়ি কোম্পানীকে বলছি: পারলে সাহস করে আপনাদের বিড়ি প্যাকেটে লিখে দিন: আমাদের বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সব বিড়িই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । এমনকি আমাদের বিড়িও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।