sentiment is a chemical defect found in the loosing side গেমিং এবং বেশ বড় ধরনের কাজের জন্য হাই এন্ড ল্যাপটপ খুজছিলাম। বাজেট ৭০ থেকে ৮০ হাজার টাকা। আমার প্রয়োজনীয় কনফিগারেশন হচ্ছে -
প্রসেসরঃ 3rd generation Intel Core i7
র্যামঃ 4 GB DDR3 (কমপক্ষে)
হার্ডডিস্কঃ 500 GB বা তদূর্দ্ধ
ডিসপ্লেঃ 15.6"
গ্রাফিক্স কার্ডঃ Nvidia Geforce GT 630M এর চেয়ে ভালো গ্রাফিক্স কার্ড প্রয়োজন।
মূল সমস্যা হচ্ছে গ্রাফিক্স কার্ড। অন্য কনফিগারেশন এর তুলনায় এই গ্রাফিক্স কার্ড (Nvidia Geforce GT 630M) বেশ কম মনে হয়েছে, বিশেষ করে গেমিং এর জন্য।
যতদূর বুঝতে পারি এই গ্রাফিক্স কার্ড বেশিদিন আমার প্রয়োজন মেটাতে পারবে না যদিও বাকি সব কনফিগারেশন দিয়ে বেশ ভালোভাবেই হয়ে যাওয়ার কথা। বাজেটের থেকে কমেও এই গ্রাফিক্স কার্ড সম্পন্ন ল্যাপটপ খুজে পেয়েছি কিন্তু এর থেকে ভালো গ্রাফিক্স কার্ড সম্পন্ন ল্যাপটপ এই বাজেটে খুজে পাচ্ছি না। যেগুলো পেয়েছি সেগুলো বেশিরভাগই প্রায় ১/১.২০ লাখ টাকায়। ইন্টারনেটে সার্চ করে বাজেটে যেসব পেয়েছি সেগুলো বাংলাদেশের বাজারে খুজে পাই নাই।
যদি কেউ বাজেটের মধ্যে উপরোক্ত কনফিগারেশনের ল্যাপটপ খুজে দিতে পারেন তাহলে অনেক উপকার হত।
তবে ব্যাক্তিগত ভাবে Dell এবং Acer এর ল্যাপটপ গুলো এড়িয়ে চলি কারন Dell অতিরিক্ত মাত্রায় গরম হওয়ার জন্য বেশ খ্যাত আর Acer এর বিল্ড কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে এবং অনেক ব্যবহারকারী নিরুৎসাহিত করেছে।
যাই হোক সবাইকে অগ্রিম ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।