আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাটোকে 'শেষবারের মতো সতর্ক' করলেন কারজাই (কপি পেষ্ট)

আসসালামু আলাইকুম ! আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে ন্যাটোর বিমান হামলায় ১৪ জন নিরীহ মানুষ নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ ব্যাপারে তিনি শেষবারের মতো ন্যাটো বাহিনীকে সতর্ক করেছেন। শনিবার হেলমান্দ প্রদেশে একটি মার্কিন ক্যাম্পে হামলা হলে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) সহায়তা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ন্যাটো দুটি বাড়িতে বিমান হামলা চালায়। এতে ১০ শিশুসহ ১৪ জন নিহত হয়।

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই নারী ও শিশু। এ ঘটনার পর ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তে হেলমান্দে তারা একটি তদন্তকারী দল পাঠিয়েছে। নারী ও শিশু নিহতের ঘটনায় প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে জানানো হয়, "প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানের নারী ও শিশু হত্যার এই ঘটনা একটি বিশাল ভুল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের সার্বভৌম জনগণ শেষবারের মতো যুক্তরাষ্ট্রের বাহিনী এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সতর্ক করছে। " এ ধরনের ঘটনা এড়াতে ন্যাটোর পদক্ষেপ যথেষ্ঠ নয় বলে সমালোচনা করেছেন কারজাই।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উদ্বেগের বিষয়টি আমরা বুঝতে পারছি। বিষয়টি আমরা, 'অত্যন্ত গুরুত্ব সহকারে' নিয়েছি। আফগানিস্তানে নিযুক্ত বিবিসির প্রতিনিধি জানান, যেখানে সাধারণ মানুষ হতাহতের অধিকাংশ ঘটনায় জঙ্গিরা দায়ী, সেই পরিস্থিতিতে বিদেশি বাহিনীর হামলায় নিরীহ মানুষ নিহতের ঘটনায় দেশটিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছেই। আফগানিস্তানে গত বছর ২৭৭৭ সাধারণ মানুষ নিহত হয়েছে। এই সংখ্যা তার আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি বলে জানিয়েছে জাতিসংঘ।

সূত্র: বিডিনিউজ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।