আমাদের কথা খুঁজে নিন

   

বিমান ঘাঁটি ছাড়ো: ন্যাটোকে পাকিস্তান

mamun.press@gmail.com ইসলামাবাদ, ২৭ নভেম্বর: ন্যাটোকে পাকিস্তানের বিমান ঘাঁটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শনিবার পাকিস্তান-আফগান সীমান্তের কাছে ন্যাটোর হামলায় অন্তত ২৮ জন পাকিস্তানী সৈন্য নিহত হয়। এর প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের সড়কপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এবার ন্যাটো ব্যবহৃত বিমান ঘাঁটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটি। ন্যাটো ব্যবহৃত পাকিস্তানের সামশি বিমান ঘাঁটি ত্যাগ করতে ন্যাটোকে ১৫ দিনের সময় দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সামরিক বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করে এ নির্দেশ দেন। এর আগে পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হলে বিমান ঘাঁটি ত্যাগ করার নির্দেশ দেয় পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টারকে ডেকে পাঠিয়েছে। জঙ্গি হেলিকপ্টার থেকে চালানো এই হামলায় পাকিস্তানি সৈন্যদের প্রাণহানির কথা ন্যাটো স্বীকার করেছে। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন ন্যাটোর সেনাপ্রধান জেনারেল জন এলেন।

এই ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা এক যৌথ বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। ন্যাটোর এ ধরনের কার্যকলাপের পূর্ণ তদন্তের আশ্বাস ও দেয়া হয়েছে ওই বিবৃতিতে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বিবিসিকে জানান, সারা দেশে নেটোর রসদ সরবরাহের পথগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সীমান্তরক্ষীরা জানান, আফগানিস্তানের সীমান্তের কাছে দুটি প্রধান ট্রানজিট পয়েন্ট থেকে রসদবাহী গাড়ির বহর ফিরিয়ে দেয়া হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল আতহার আব্বাস বিবিসিকে জানান, কোনো ধরনের উস্কানি ছাড়াই নির্বিচারভাবে এই আক্রমণ চালানো হয়। জেনারেল আব্বাস আরো জানান, এই ঘটনার পাল্টা জবাব দেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং সব ধরনের পদক্ষেপের কথাই বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার পর পাকিস্তানে এবং আমেরিকার মধ্যে সম্পর্কে আরো অবনতি ঘটবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.