আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দের কাল

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / নামহীন উপত্যকায় দেখা হবে প্রিয় এখন নিঃশব্দের কাল । ইথারে ভেসে আসুক অনামী চিঠি পড়ে নেব আমি ।। তুমি শুধু চুপ থেকো আমি চোখ পড়ে নেব । ইশারা ভ্রু ভঙ্গি দেখে জেনে নেব আগামী রোমান্সের সময় আর ক্ষণ । চুপি চুপি চুপকথায় জেনে নেবে পাখির দল আর শামুকের ভেতর লুকনো সকল ইশারা । আরো আরো বহু ঘাসফুল যারা অপেক্ষায় থাকে আমিও আছি অপেক্ষায় আকাশের ঠিকানায় দেখা হবে বলে । নিঃশব্দ খেয়ে নিয়েছে সময় আর হৃদয় তাই চুপকথায় লেন দেন হোক শর্বরীর পদ্ম ঘুমাক শিশিরের জলে আর আকাশ কাঁদুক সবটুকু মেঘ উজার করে আমি অপেক্ষায় থাকি অপেক্ষাতেই থাকি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।