এক একদিন,
পশ্চিমের জানালায় কখন ডুবে যায় দিনের আভাস;
তারপর,
পাখিদের ডানা গুটানো রুক্ষ ঘাসের উষ্ণ নীড়ে,
ধূসর পালক রেখে শেষ কাকটার উড়ে যাওয়া;
তারপর,
আঁধারের কোল ঘেষে নিকষ বাদুড়ের অন্ধ কোলাহলে
কবেকার কেটে যাওয়া সুর শব্দ হারায় হেমন্তের অদ্ভূত অমাবস্যায়;
অতঃপর,
পড়ে থাকে শুধু রাত আর রাতের মাদকতায় নিঃশব্দতার প্রতিশ্রুতি।।
৬।১০।২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।