আমাদের কথা খুঁজে নিন

   

Nick বিড়ম্বনা এবং আর একজন নতুন রিডার থেকে ব্লগার!

পরে বলব! somewhereinblog.net এর সাথে পরিচয় আজ কয়েক মাস ধরে এক বড় ভাইয়ের বদৌলতে। আমি আসলে উনার কাছে কৃতজ্ঞ এমন একটি অসাধারন মাধ্যমের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। অনেকদিন ব্লগ পড়ার পর মনে হল, 'না, আমারও কিছু বলার আছে, লেখার আছে, আছে মন্তব্য করার অধিকার'। ব্যাস হয়ে গেলাম সদস্য, হয়ে গেলাম আপনাদের মাঝে একজন। আনারি হাতে লেখা শুরু করলাম আশা করি আমাকে উৎসাহিত করবেন।

Nick বিড়ম্বনা! যেই ভাবলাম ব্লগে একজন সদস্য হব সেই থেকে ভাবতে লাগলাম ব্লগে আমার নাম কি দেব! যেহেতু একটু লাজুক (!) প্রকৃতির তাই ভাবলাম ব্লগে কোন নাম না দিয়ে Nick ব্যাবহার করব! এবার সুন্দর একটা Nick কোথা পাই! বসলাম বাংলা ডিকশনারি নিয়ে, খুজা শুরু করলাম পাতার পর পাতা কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না, অবশেষে পেলাম সেই কাংখিত Nick, বসলাম একাউন্ট খোলার কাজে। সদস্য ফরম পূরণ করতে গিয়ে দেখি সেই Nick অন্য কেউ ব্যাবহার করছেন! কেমন লাগে, গেলাম ত বোকা বনে। হঠাৎ মনে পরল, ব্লগে ব্লগার খোজার সুযোগ আছে তারপর একটা Nick পছন্দ হয় সেটা খোজে দেখি আছে কিনা! এভাবে কয়েকবার হতাশ হওয়ার পর বসলাম নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই নিয়ে (বিসিএস সহায়িকা!)। খোজা শুরু করলাম বাগধারা থেকে, দুই একটা পছন্দ হল কিন্তু সেই একই অবস্হা! (আমার জন্য কি একটা সুন্দর Nick রেখে দেওয়া যেত না!) হাল ছাড়িনি, আমাকে সুন্দর একটা Nick পেতেই হবে! এবার শুরু করলাম পুরূদমে প্রথম পাতা থেকে উল্টানো আর নেট ঘাটা। Nick তুই পালাবি কোথায় - খোঁজ দ্যা সার্চ! অবশেষে 'বাংলা ভাষার ব্যাকরণের' ১৭ নং পৃষ্ঠায় পেলাম Nick-এর জন্য পছন্দের একটা নাম - মূর্ধন্য আবার ব্লগার ডিরেক্টরিটে দিলাম খোঁজ দ্যা সার্চ! এবার মিস হয়নি যদিও আরও কয়েকজন "মূর্ধণ্য" পেলাম।

কিন্তু উনারা সবাই "মূর্ধণ্য"+ লেজ, আর আমারটা হল লেজহীন খাঁটি বাংলার "মূর্ধন্য" (ণ) উনার গলদ করেছেন "মূর্ধন্য" বানান ভুল লিখে আর আমাকে এই সুন্দর Nick-টি দিয়ে আশীর্বাদিত করলেন! ধ"ণ্য"বাদ (!) আপনাদের Note: "মূর্ধন্য" আর "মূর্ধন্য" নিয়ে বাড়াবাড়িটা স্রেফ মজা করার জন্য। মনে কিছু নিবেন না। আর মনে রাখবেন "মূর্ধন্য" sorry "মূর্ধন্য" কিন্তু শুধুই আমার, একান্তই আমার! পড়ার জন্য ধন্যবাদ পুনচঃ আনারি হাতে লেখা শুরু করলাম আশা করি আমাকে উৎসাহিত করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।