স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, যারা শেয়ার বাজারে ব্যবসা করে তাঁরা দুর্নীতিবাজ। আবার যারা তদন্ত করে তারাও দুর্নীতিবাজ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ ইউনিট কমান্ডের আয়োজনে ‘মুক্তিযোদ্ধা-নাগরিক’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪-সদর আসনের এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য প্রিন্সিপাল মতিউর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এ সরকারের নেই।
যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তখন একটি মহল চালের দাম বেড়ে গেছে, দুর্নীতিবাজে দেশ ছেয়ে গেছে, শেয়ার মার্কেটে ধ্বস নেমেছে এরকম নানা ইস্যু সামনে আনছে। টিভি-টকশো ও সংবাদপত্রে একশ্রেণীর বুদ্ধিজীবিরা এসব নিয়ে কথাও বলছেন। তারা বলছেন যুদ্ধাপরাধের বিচারের আগে এসব সমস্যা সমাধান করুন। এসবের অন্তর্নিহিত কারণ এরা কেউ যুদ্ধাপরাধের বিচার চায় না।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টে হাজার কোটি টাকা দিয়ে গিয়েছিলেন।
সেই কল্যাণ ট্রাষ্টে এখন ২০ কোটি টাকাও নেই। কারা এসব লুটপাট করেছে তা খুঁজে বের করতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।