আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি ভাইদের এই পাকিস্তানি ভাবি ছাহেবানের লাইগ্যা দুয়া চাই

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। পাকিস্তানিদের ভাই ভাই মনে করেন আমাদের দেশের জামাতিরা। তাদের এই পাকিস্তানি ভাইদের জন্য আমাদের জামাতি ভাইরা জান কুরবান। এমন জান কুরবান ভাইদের একজনা হিন্দু ভারতে গিয়া বিয়া বইসে। আমাগো এই পাকিস্তানি ভাই ছাহেবের নাম কি না বইলা উনার বিবিজানের নামডা কইলেই আমাগোর জামাতি ভাইগোর পায়জামার নীচে হাড্ডিবিহীন মাংসটা শক্ত হয়া যাইবো।

জামাতি ভাইদের আইজ তো বালা একডা দিন। শুক্কুর বার। এই দিনে গেল সপ্তাহের পাপ মোচন হয়া গেছে। এহন একটু মজাক মারন যায়, কি কন? তাই জামাতি ভাই ছাহেবদের এই ভাবি ছাহেবানের ছবি দিলাম। সেই সাথে আপ্নাগোর কাছে দুয়া চাই যাতে এই পাকিস্তানি ভাবি ছাহেবান টেনিস খেলা আরো অনেক দিন খেইল্যা যাইতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।