প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকাবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মহাবিপদে আছে । ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মনের কথা, দাবি দাওয়া, অভিযোগ শোনার মত সময় নেই নামেমাত্র কার্যকর প্রশাসকদের । ভি,সি সে মহাব্যস্ত লোক , আসলে আমার ভুল হয়েছে এত বড় একটা জায়গার প্রধানের ব্যস্ত থাকারই কথা । কিন্তু তা কি ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে ????? না বিভিন্ন টকশো ????? সভাসমাবেশ নিয়ে ??? কোনটা আগে?????ঢাকাবিশ্ববিদ্যালয়ে প্রতি বছর যত কোটি টাকার বাজেট হয় তার সিংহভাগই ব্যয় হয় শিক্ষক ও কর্মচারীদের পেছনে ,এরপরও এই শিক্ষক ও কর্মচারীরা কি ঠিকমত তাদের দায়িত্ব পালন করে ???? আপনার কথাই মেনে নিলাম যে শিক্ষার্থীদের দেখার জন্য অনেকেই আছেন ,ভি.সি, প্রো-ভি.সি, সকল শিক্ষকবৃন্দ ও ১৭ হাজার কর্মচারী । তাহলে কেন শহীদুল্লাহ হলের পাশের রাস্তাটি ২৪ ঘন্টা মাদকসেবীদের আশ্রমে পরিণত হলেও এর প্রতিকার হচ্ছে না ???? কেন হাঁটা যাবে না মলমূত্রের দুর্গন্ধের কারণে ????? রিকশা,বাস, ভ্যান চালকদের শয্যা ত্যাগ করার ইচ্ছা হলেই চলে আসে ঢাকাবিশ্ববিদ্যালয়ে ????কেন আজকে ঐতিহ্যবাহি কার্জন হলের আশপাশ পরিণত হয়েছে টোকাই, ভিক্ষক, হিরোইনখুরদের আস্তানায় ????? কেন্দ্রিয় খেলার মাঠে ভাড়া দেয়া হচ্ছে ??? কেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অণুবীক্ষণযন্ত্র দিয়ে খুঁজেও কোন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাবে না ???? কেন আজকে ঢাকাবিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে রিকশা-ভ্যান এর গ্যারেজ হিসেবে (বিশেষ করে চানখারপুল থেকে দোয়েল চত্বর , শহীদমিনার এর আশপাশ ও টি.এস.সি এর আশপাশ) ????? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি যানেন ঃ যে বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে রিকশার গ্যারেজ হিসেবে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিন্দুমাত্র প্রয়োজনে আসে না এই রিকশা , এমনকি ক্ষমতাশীন ছাত্রনেতাদের ও তারা রিকশায় তোলে না ।
ভাই চলেন না আমার পরীক্ষা, আমার বন্ধু অসুস্থ একটু দিয়ে আসেন না হাসপাতালে , ভাইয়া এতগুলো বই নিয়ে এখান থেকে যেতে পারছি না(নীলক্ষেত বা নিউমার্কেট থেকে) একটু দিয়ে আসেন না হলে , চাচা একটু পরে আমার পরীক্ষা চলেন না পাঁচ টাকা বেশী দিব( এমন ঘটনার সম্মুখীন হন নাই একজন ও আছেন বলে আমার মনে হয় না) । তার পর ও কোন রিকশা পাওয়া যায় না । আপনি মনে হয় ভুলেন নাই যে সেদিন জগন্নাথ হলের সামনে শিক্ষককের স্ত্রীর মৃত্যুর ঘটনা , জগন্নাথ হলের ছাত্রের আহত হওয়ার ঘটনা । বাইরের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলেই যেন মনে হয় তারা রেসিং এ নেমেছে । কিন্তু এর কোন প্রতিকার নেই ।
যাই হোক এত সমস্যার কথা বলে আর কি হবে ??? দুর্বলেরাই অভিযোগ দেয় । এই সমস্যা সমাধান করা তো দূরের কথা ,মনযোগ দিয়ে শোনার মত লোকও যে আমাদের সমাজে নগণ্য । তাই ভাগ্যদেবীকে বলব আমাদের সমস্যার আশু সমাধান করে দিলে আমরা আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।