আল্লাহ আকবার ষ্টিফেন হকিংএর ধারেকাছে যাবার মত সামর্থ আমার নেই। তার মত মেধাবীর চিন্তার কাছে আমার চিন্তাটা খেলনাসুলভ মনে হয়। তাই উনি যখন বললেন আখিরাত বলে কিছু নাই, উনার আর্টিকেলটা পড়তে বসলাম।
উনার মতে, কম্পিউটারের যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে গেলে কাজ করা বন্ধ করে দেয়। নষ্ট কম্পিউটারের কোন পরকাল নেই, কম্পিউটারের জন্য কোন স্বর্গও অপেক্ষা করছে না।
পরকাল-স্বর্গ এগুলো অন্ধকারকে ভয় পায় এমন লোকদের জন্য তৈরি রূপকথা। হকিং মৃত্যুপরবর্তী জীবনের ধারণা বাতিল করে দেন এবং মৃত্যুর জন্য ভীত না হয়ে জীবনের সামর্থ্যকে পরিপূর্ণরূপে বিকশিত করে এর অর্থপূর্ণ ব্যবহারের ওপর জোর দেন।
উনি কোনো বৈজ্ঞানিক প্রমান কিন্তু দেননি। এটা শুধুমাত্র উনার একটা হাইপোথিসিস। এখানেই আমার হতাশা।
উনার মত মানুষ কোনো প্রমান ছাড়া একটা ডিসিশান দিয়ে দিলেন। বিজ্ঞান ত এমন না। উনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে প্রমান করতে পারতেন, তাহলে উনার কথা মেনে নেয়ার কথা চিন্তা করা যেত।
মজার ব্যাপার হল যারা পরকালে বা স্বর্গে বিশ্বাস করে তারা ই কিন্তু পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। কারন তাদের অনেক সংগ্রাম করতে হয় তাদের বিশ্বাস অনুযায়ী।
সেজন্য জীবন দিতে ভয় পায়না অনেক ধার্মিক মানুষ। তাই আমার মতে, উনার কথার একটি পার্ট যেহেতু ভুল, অন্য পার্ট টাও ভুল।
আপনারা কি বলেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।