...ঘুম সকল রোগের মহৌষধ... ১. যত বর মাতবরই হন না কেন, এখানে মাতবরি থেকে শতহস্ত দূরে থাকবেন। কারন ইংলিশ হরর মুভিতে সব চেয়ে বড় মাতবরটাই প্রথমে মারা যায়।
২, কৌতূহলে বিড়াল মরে। মাঝরাতে বেসমেন্টে খুটখাট আওয়াজ হতেই পারে। আপনার কোন দরকার আছে সেটা তখনি দেখতে যাওয়ার? পরদিন সকালে যাবেন।
৩, কোন অন্ধকার জায়গায় যদি যেতেই হয় অবশ্যই সাথে করে এক্সট্রা টর্চ এবং টর্চের ব্যাটারি নিয়ে যাবেন। কারন ব্র্যান্ড নিউ টর্চ থাকলেও সব চেয়ে প্রয়োজনের মুহূর্তে ওই টর্চ নষ্ট হতে বাধ্য।
৪, কোন বাড়িতে ভৌতিক উপদ্রব শুরু হওয়া মাত্র বাক্স পেটারা গুছিয়ে "চাচা আপন প্রান বাঁচা" নীতি গ্রহন করে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আজ পর্যন্ত একটা হরর মুভিতেও এই জিনিসটা আমি দেখলাম না। কোন বাড়িতে ভুত ওদের সামনে এসে ওদের গিলে ফেলতে চাইলেও তারা পারলে বাসার খুঁটি কামড়ে বসে থাকে।
৫, মনে রাখবেন, যখন ভুত আপনাদের তাড়া করবে, তখন আপনার কোন না কোন ফ্রেন্ড অবশ্যই কোন গাছের ডালে আছাড় খেয়ে পড়ে যাবে। তাকে উদ্ধারের কথা ভুলেও মাথায় আনবেন না।
৬, আপনারা সামার ভ্যাকেশনে কয়েকজন ফ্রেন্ড মিলে কোথাও ঘুরতে গেছেন। পৌঁছে রাতের বেলায় সবাই মিলে ক্যাম্পফায়ার করলেন। ওই সময়ে আগুনের পাশে বসে আপনার কোন ফ্রেন্ড যদি ওই জায়গায় সম্পর্কে একটাও ভৌতিক ঘটনা বলে সাথে সাথে তা বিশ্বাস করতে হবে এবং ওই দণ্ডেই ওই স্থান ছেড়ে পলায়ন করতে হবে।
৭, কোন অন্ধকার জায়গায় আছেন। আপনার কোন ফ্রেন্ড আপনাকে ডাকছে। কিন্তু সে সামনে আসছে না। আপনি যখনি তার নাম ধরে ডাকছেন তখনি সে "i am here", "come closer" ইত্যাদি বলে সাড়া দিচ্ছে। বুঝে নিন, একটা বিরাট ঘাপলার মধ্যে পড়েছেন।
বন্ধুত্বের পিণ্ডি চটকে উল্টা দিকে ম্যারাথন দৌড় লাগান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।