আমাদের কথা খুঁজে নিন

   

♣♣ নগ্নতার গল্পগুলো লুকোনো ♣♣

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। আঁধার রাতের গল্প ছিল কিছু, চাঁদটার পথ ধরে যে অক্ষর নেয় পিছু, নিয়ন আলোর শেষটা, অবসাদগ্রস্থতার রেশটা যে ক্ষণে মিলিয়ে গিয়েছে নিমেষে তোমার সর্বগ্রাসী আবেগময় অধরের স্পর্শে, গিয়েছে কালচে মেঘগুলো মরু বুকে বর্ষে। রাতের কথাগুলো ডুবে যাওয়া প্রাসাদে সিন্ধুক অরক্ষিত-গোপন ভীষণ, আঁধার রোদে। সেই শব্দগুলো গাওয়া যায় না গানে, বুনে দেয়া চলেনা তার ছন্দ কাব্য কাননে। কানের পাশে তোমার ফিসফিসে শুষ্কতা মৃদুতায় জানিয়ে যায় কল্লোলের উৎস কোথা, জাদুকরী মন্ত্র-গুঞ্জন, প্রতিটি স্পর্শের উষ্ণতা করে আপন, ধ্বনিত-অনুরণিত তার মোহময়তা! স্পন্দনরত কমনীয়তা ছুঁয়ে হওয়া প্রাণবন্ত, মৃত নির্জীব পাহাড়ের অশ্রুধারায় পরিণত, শীতল বরফখন্ড গলিত, তপ্ত পরাজিত। আঁধার রাতের গল্প ছিল কিছু বাকি, তপ্ত বালুচর তুমি, নগ্ন পদ রাখি, হাঁটবার নিমিত্তে রাতভর, শীতলতাকে দিতে ফাঁকি।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।