জন্মের আইলসা একটা পোলা গত ২/৩ মাস ধরেই ভাবছি জিম্যাট দিবো, খুব সিরিয়াসলি পড়াশুনা করবো । কিন্তু পরিকল্পনার "পরী" উড়ে গেছে কোনো এক অজানা গন্তব্যে, আর "কল্পনা" এখনো রয়ে গেছে বুকের ভিতরে। সাইফুর'সে ১ দিন গিয়েছিলাম ভর্তি হতে, জোর করে একটা ফ্রি ক্লাস ও করালো, কিন্তু ক্যান জানি ভর্তি হতে আগ্রহ হলো না। মাত্র ৩/৪ জন ছাত্র (!), কোনো প্রতিযোগিতা নাই , আর ৩/৪ জন ক্যান, ৭/৮ জন ছাত্র-ছাত্রী থাকলেও জমে না। পরিচিতদের মধ্যে কাউকেই পেলাম না যে/যিনি কিনা জিম্যাট দিয়েছে/দিচ্ছে/দিবে , ১ বন্ধুকে পাকড়াও করলাম আমার সাথে পড়ার জন্য, কিন্তু পরে দেখলাম আর আগ্রহ দেখায় না। জোর করে কি আর জিম্যাট পড়ানো যায়। গাধাকে জোর করে পানির কাছে আনা যায়, কিন্তু পানি খাবে কি খাবে না, সেটা গাধার একান্ত নিজস্ব ব্যাপার !!! যাইহোক অবশেষে সব বাধা কাটিয়ে নিজে নিজেই জিম্যাট প্রস্তুতি নেয়া শুরু করলাম ...মাত্র ১ সপ্তাহ হয়েছে, এখনো পুরো স্পীড পাইনি ...আরো ১০/১২ দিন পর পুরোদমে লাগবো। আমার জিম্যাট এর পুরো প্রস্তুতিপর্ব আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করছি। জিম্যাট এর স্কোর ৩০০ থেকে ৮০০ এর মধ্যে উঠানামা করে ! আমাদের দেশে সাধারণত ৪৫০ থেকে ৬০০ পায়, কিন্তু ভালো প্রেপ থাকলে ৬০০+ খুবই সহজ একটা ব্যাপার ! (যদিও আমি প্রেপ মাত্র শুরু করেছি ) জিম্যাট একটি কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট, অর্থাৎ আপনার পরবর্তী প্রশ্নটি কতো কঠিন হবে সেটা নির্ভর করছে আপনি আগের প্রশ্নটি কতো কঠিন ছিলো, এবং আপনি ওই প্রশ্নটির উত্তর সঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন ! পুরা হারামি সফটওয়্যার সুতরাং প্রথম ৮/১০ টা প্রশ্নের উত্তর খুবই ইম্পরট্যান্ট !!! এইগুলা ভুল করলে পরবর্তীতে যতোই ভালো করুন না ক্যান ৫৫০ ও পাবেন না !!! জিম্যাট ৩টি ভাগে বিভক্ত। ১, রচনা লিখন , এই পার্টে ৩০ মিনিটের ২টা টপিকের উপর রচনা লিখতে হয় সময় ১ ঘণ্টা ! (এরপর ১০ মিনিটের অপশনাল ব্রেক, মানে আপনি চাইলে নিবেন না চাইলে পাবেন না ) ২, ম্যাথ পার্টঃ এই পার্টে আপনাকে ৭৫ মিনিটে ৩৭টি মাল্টিপল প্রশ্নের উত্তর দিতে হবে !!! (এরপর আবারো ১০ মিনিটের অপশনাল ব্রেক, মানে আপনি চাইলে নিবেন না চাইলে পাবেন না ) সবশেষ পার্ট হইলো ভারবাল পার্ট (বাঙালীরা নাকি এইপার্টে বেশী ধরা খায় ) যাইহোক এই পার্টেও সময় ৭৫ মিনিট তবে প্রশ্ন ৪১ টা !!! আজকে এই পর্যন্তই, ইচ্ছা আছে ২/৪ দিন পর পর নতুন টিপস যুক্ত করবো, বাকি টা আল্লাহ্ ভরসা !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।