বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility কোথা থেকে শুরু করব ?
খুজেই পাচ্ছি না ।
স্টেশন থেকেই শুরু করি ।
একজন কলিগের সাথে কথা বলে স্টেশনের পথে দৌড় দিলাম । ঐ কলিগও ইটালী যাবে তবে আমার লক্ষ্যও তার মত রোমে ছিল কিন্তু পরিবর্তন করে বলনিয়া থেকে টুরিনোতে করে নিলাম ।
ট্রেনে চেপেই বসলাম ।
সিট ছিল জানালার পাশে । যা আমার পছন্দের সব সময় । সাথে ল্যাপটপের কারেন্ট বরাদ্দের জায়গা ছিল কিন্তু ২য় শ্রেনীর চাপাচাপির মধ্যে ল্যাপটপটাকে তেমন জরুরী মনে করলাম না । তাই এই চিন্তা বাদ দিয়ে সবাইকে ফোনে হাই হ্যালো বলে নিলাম । যেহেতু কয়েক ঘন্টার মধ্যে বাহিরে চলে যাব ।
চেনা এলাকার বাহিরে গেলে একটু ভয় লাগে বৈকি । আমার ভিতর আবার অত সাহস নাই ।
চেয়েছিলাম ট্রেনের একটু ছবি তুলি না পরে চিন্তা বাদ দিলাম । অনেকটা আহম্মকি লাগবে । যদিও ট্রেনের ছবি তুলার কিছুই নাই ।
কিন্তু প্রমাণ স্বরূপ যে ইটালির ট্রেনে কি কি মিসিং আছে । হেহেহেহ অলস মস্তিষ্কের অলস চিন্তা ভাবনা । তারপর এমপিথ্রি প্লেয়ার দিয়ে কিছুক্ষণ গান শুনলাম । সবই ধুম ধাম । যেহেতু ঘুরতে যাচ্ছি তাই মনটা ফুরফুরা রাখার প্রয়োজনীয়তা অনুভব করলাম ।
ট্রেনের ৬ টি সিট করে ভাগ ভাগ করা কামরা ছিল । ভিতরে শীতাতম নিয়ন্ত্রীত ব্যবস্থা + মিনি ডাস্টবিন + মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস এর জন্য কারেন্ট ছিল আর সাথে রেডিও চ্যানেল । আমি ধরে নিয়ে রেডিও চ্যানেল সরবারাহের একটি বাটন যদিও এটা অভ্যন্তরীন কম্পিউটার শব্দ নিয়ন্ত্রণকারী হতে পারে । আর সাথে আলোর ব্যবস্থা তো আছেই ।
ভিতরে ছিল বৃদ্ধ মহিলা ও পুরুষ আর এক মধ্য বয়সী নারী ও পরন্ত যৌবনদীপ্ত পুরুষ ।
শব্দের মাধ্যমে তাদের চরিত্র ফুটানোর একটু চেষ্টা করছি । মধ্য বয়সী নারী ভিয়েনার বাহিরে থাকে উঠে নি । তার আগেই পরপর দুই স্টেশনে তারা একে একে নেমে যায় । ভদ্রলোকটি যাকে পরন্ত যৌবনদীপ্ত পুরুষ বলে অভিহিত করলাম তাকে নিয়েই শুরু । হালকা একটু জিজ্ঞাসা থেকেই ভদ্রলোক আর বৃদ্ধের মাঝে কথা শুরু হয় ।
ধীরে ধীরে বই পড়া বাদ দিয়ে মধ্য বয়সী নারী টি যোগ দেয় । তারপর আমি যখন শুনলাম ভদ্রলোকটি ইটালীর আমার গন্তব্য হয়ে যাবে আর ইটালিয়ান ভাষা পারে তখন আমিও একটু যোগ করলাম কথা । তারপর কথার কথা বলে উঠল কারা কোথ্থেকে এসেছে । আমাকে জিজ্ঞাসা করা হয় ভারতীয় কিনা । তখন বললাম বাংলাদেশ তারপর আবার বলল ও ভারত মনে হয় ।
হয়ত বাংলাদেশ শুনে নাই তাই একে ভারতের অংশই মনে করে নিল । না তারপর বলল পাকিস্তান । আমি প্রতিবাদের শুরে বললাম বাংলাদেশ । আর সবাই একসাথে হাসি দিয়ে বলল ঠিকাছে । .....তুমি বাংলাদেশ ।
যাইহোক , ভদ্রমহিলা আর ভদ্রলোক অনেকক্ষণ চুটিয়ে গল্প করল । গান শুনা বাদ দিয়ে এক সময় তাদের কথায় মনযোগ দিয়ে শুনলাম । মহিলাটি অস্ট্রিয়ান । আর পুরুষটি তিউনিশিয়ান তবে । তবে প্রত্যেকেই বিভিন্ন দেশের সাথে কাজ বা পারিবারিক সম্পর্কে জড়িত ।
আর তারা বিভিন্ন ভাষায় পারদর্শী ।
-----------------------
আর লেখতে ভাল লাগছে না । ট্রেনে শুরুটা লেখতেই এই অবস্থা তো আর হাজারো কথা বাকি আছে সেগুলো কখন লেখব বুঝতে পারছি না । তবে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে ব্লগিং করছি এখন ভেসেনসিয়াতে আছে এতটুকু বলতে পারি । তবে মাঝে তোরেনো মিলানো পারি দিতে হয়েছে ।
এগুলো পরবর্তী দীর্ঘ লেখায় আসবে । আপাতত এখানে........ই ইতি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।