...ঘুম সকল রোগের মহৌষধ... ছেলেঃ আমি তোমার বাসার ভিতর একবার ঘুরে আসতে চাই তোমাকে বিয়ে করলে কি পাবো সেই কথাটা জানতে চাই তোমার বাবার ব্যাংক ব্যালান্স তার মুখেই শুনতে চাই সেইগুলা শুধু আমার হবে সেই ব্যাপারে নিশ্চয়তা চাই..... মেয়েঃ আমার হাতে রয়েছে এক লম্বা বাঁশের লাঠি বডি দেখলে লোকে আমারে ডাকে “হাতি” আমার হাতে রয়েছে এক লম্বা বাঁশের লাঠি বডি দেখলে লোকে আমারে ডাকে “হাতি” ছেলেঃ হে প্রিয়ে, বুঝ না ভুল, আমি তোমার প্রেমে আকুল তোমাকে সুখি রাখতে টাকা লাগবে, মারছি না আমি গুউউউউল...... আমি তোমার বাসার ভিতর একবার ঘুরে আসতে চাই তোমাকে বিয়ে করলে কি পাবো সেই কথাটা জানতে চাই তোমার বাবার ব্যাংক ব্যালান্স তার মুখেই শুনতে চাই সেইগুলা শুধু আমার হবে সেই ব্যাপারে নিশ্চয়তা চাই..... মেয়েঃ এই প্রণয়ে খুশি হলাম সবই পাবে তুমি, প্রতি মাসে গয়না না দিলে বাঁচব না যে আমি। আরও দিতে হবে শাড়ী ১১মাস থাকব আমি বাপের বাড়ি বাপের বাড়ি দূরে যে তাই দিতে হবে BMW গাড়ী ছেলেঃ ওরে বাবারে, মাইয়াটা যে, খবিশ একটা পিওর ওরে বিয়া করলে মরমু যে আমি, ফকির হওয়া শিওর...... মেয়েঃ আমি এখন KFC এর ভিতর, একটু ঘুরে আসতে চাই ১৯০০টাকার চিকেন বাকেট, একটু খেয়ে দেখতে চাই Diamond World এর সব গয়না ঘুরে ঘুরে দেখতে চাই কয়টা Diamond তুমি আজ কিনে দেবে, সেই কথাটা জানতে চাই......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।