দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! আমি বলছি না ভাল ছাত্র হতে হবে, আমি চাই আমার সিজিপিএ টা একটু বাড়ুক সিজিপিএ তিন না হলে কি কি হবে এই শুনতে শুনতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভাল ছাত্র হতে হবে, আমি চাই কেউ আমাকে অনেকক্ষণ ধরে পড়ার বুদ্ধি দিক কাউকে আমার কাছে এসে পড়া বুঝিয়ে দিতে বলছি না আমি জানি, এই ইলেকট্রিকের যুগে মুখস্থ ছাড়া সিজিপিএ বাড়ানোর কোন উপায় নেই। আমি চাই কেউ একজন এসে বলুক কম সিজিপিএ তেও চাকরি হয় ইঞ্জিনিয়ারিং এ ব্যাসিকটাই আসল থিউরি আর ল্যাবের বিষয়গুলো বুঝতে পারলেই ভাল ইঞ্জিনিয়ার সহজেই হয়ে যাওয়া যায় চাকরি তো আমি একটা নিজেই জোগাড় করে নিবো। আমি বলছি না ভাল ছাত্র হতে হবে, আমি চাই কেউ আমার ট্যালেন্টগুলো কে মর্যাদা দিক আমার ইঞ্জিনিয়ারিং গুনাগুণের প্রশংসা করুক পরীক্ষার খাতায় ফ্রি নাম্বার তো চাচ্ছি না কেউ অন্তত আমাকে এসে বলুক, “তুমিও ভাল ইঞ্জিনিয়ার হবে”। নির্মলেন্দু গুনের তোমার চোখ এতো লাল কেন অবলম্বনে। তাঁর কাছে ক্ষমাপ্রার্থী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।