আমাদের কথা খুঁজে নিন

   

সিমবিয়ানে পকেট সেন্সর

মোবাইল ফোনের পকেট সেন্সর সম্পর্কে জানা আছে কি? এ প্রযুক্তির কোনো ফোনসেট পকেটে রাখলে এর ডিসপ্লের বাতি স্বয়ংক্রিয়ভাবে নিভে যাবে অর্থাৎ লক হয়ে যায়। ফলে এতে অনেক ব্যাটারি সাশ্রয় হয়। স্মার্টফোনগুলোতে বিল্টইন পকেট সেন্সর থাকলেও অনেক ফোনে ইদানীং এ সুবিধাটি দেওয়া থাকে না। যেমন_সিমবিয়ান পঞ্চম সংস্করণের স্মার্টফোনগুলোর অনেকটিতেই এ সুবিধা নেই। যাঁরা সিমবিয়ান পঞ্চম সংস্করণ অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেট ব্যবহার করেন এবং পকেট সেন্সর সুবিধাটি চালু করতে চান তাঁরা অতিরিক্ত একটি সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে সুবিধাটি পেতে পারেন।

এ জন্য প্রথমে http:/ww/w.mediafire.com/ ?x2fa67ptb6426q2 থেকে পকেট সেন্সর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করুন। তারপর এটিকে চালু করুন। এরপর যে উইন্ডোটি আসবে সেখানে দেখুন অপশনগুলো ঙভভ করা আছে। সেগুলো ঙহ করে দিন।

আপনি চাইলে ইববঢ় অপশনটি ঙভভ করে রাখতে পারেন। এবার অপশনে গিয়ে সফটওয়্যারটি ঐরফব করুন। এখন আপনার মোবাইল ফোনটি পকেটে রাখুন, দেখবেন স্বয়ংক্রিয়ভাবে বাতি নিভে গেছে। সফটওয়্যারটি বন্ধ করতে সফটওয়্যারটি চালু করুন। এবার ওপরে দেখবেন ঙহ করা আছে।

সেগুলো ঙভভ করে দিন। কালের কন্ঠে প্রকাশ:১৮-০৫-২০১১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।