আমাদের কথা খুঁজে নিন

   

সিমবিয়ানে ফাইল ম্যানেজার (মোবাইল টিপস)

মোবাইলে সংরক্ষিত বিভিন্ন ফাইল সাধারণভাবে দেখার প্রক্রিয়াটা অনেক জটিল। এ ছাড়া বিভিন্ন ফরম্যাটের ফাইল ওপেন করতে গেলে মোবাইলে থাকা আলাদা আলাদা ফিচারের মাধ্যমে ওপেন করতে হয়। কিন্তু একটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এ জটিল কাজটি সহজে করা সম্ভব। শুধু ফাইল ব্রাউজ নয়, সফটওয়্যারটিতে জিপ, রার, জার ফাইল খোলা, ফাইল লুকানো কিংবা পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখা- এমন সব ফিচারও রয়েছে। সব সিমবিয়ান মোবাইল সমর্থিত এ ফাইল ম্যানেজারটির নাম 'এক্সপ্লোরার'।

মানের দিক থেকে বিচার করলে এক্সপ্লোরার সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি এক্সপ্লোরারের থেকে বেশি গুণসম্পন্ন। বলতে গেলে মোবাইলের জন্য যেসব সুবিধার দরকার, তার সব কিছুই এতে রয়েছে। এটা দিয়ে সরাসরি কোনো অডিও-ভিডিও ছবির ফাইল প্লে করা যাবে। এ ছাড়া যেকোনো ফাইলকে Hide, Read-only, System-এর ফাইল হিসেবে ব্যবহার করা যাবে। সফটওয়্যারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো - এর মাধ্যমে .Zip, .rar, .jar ফাইলকে সরাসরি খোলা বা কোনো ফাইলকে .zip ফাইলের মধ্যে move বা copy করা যাবে।

এ ছাড়া যেকোনো ফোল্ডারের শর্টকাট করেও ব্যবহার করা যাবে। সফটওয়্যারটির বিশেষত্ব হচ্ছে - এটি দিয়ে মোবাইলের সেটআপ ফাইল বা 'সি' পার্টিশন, র‌্যাম, রম ব্রাউজ করা সম্ভব। তা ছাড়া নোটপ্যাড, ডকুমেন্ট, পিডিএফ ফাইল পড়া সম্ভব। তবে এটি পূর্ণাঙ্গ সংস্করণ না হওয়ায় সফটওয়্যারটি খোলা ও বন্ধ করার সময় তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে। পূর্ণাঙ্গ সফটওয়্যারটি মাত্র সাত মার্কিন ডলারে কেনা যাবে।

তবে সফটওয়্যারটি http://ifile.it/jrmceqs লিংক থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। দৃষ্টি আকর্ষণ: তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অসংখ্য টিপস সমৃদ্ধ বিশাল একটি আর্কাইভ দেখতে এখানে ক্লিক করতে পারেন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।