আমাদের কথা খুঁজে নিন

   

আওযা়মী চরিত্র ফুলের মত পবিত্র।

good পুরা দেশজুডে়ই যেখানে আওযা়মী মানেই অশ্লীলতা, ভন্ডামী, অবৈধ দখল দ্বারিত্ব, লুটপাট, ধর্ষন, খুন খারাবী-সেখানে যশোরতো আর বাংলাদেশের বাইরেনা! সূত্র:যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওযা়মী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিবকে নিযে় বিব্রতকর অবস্থায় পডে়ছেন যশোরের আইনজীবী সমাজ। রোববার সন্ধ্যায় শহরের আরবপুর এলাকায় মৎস্য ভবনের রেস্ট হাউজে মহিলাসহ আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পডা়র ঘটনা শহরে মানুষের মুখে মুখে ছডি়যে় পড়লে এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। জনতার হাতে আটকের পর রাকিব সাংবাদিকদের জানিযে়ছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তবে এই ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হওযা়য় তোলপাড় শুরু হযে়ছে সাধারণ সদস্যদের মধ্যে। এই বিষযে় তথ্যপ্রমাণ সংগ্রহে মাঠে নেমেছেন একদল তরুণ আইনজীবী। তাদের কথা হচ্ছে, এই ঘটনা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে রাকিবকে তার পদ থেকে সরে যেতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আন্দোলন গডে় তোলা হবে। রাকিবের পুরনো রাজনৈতিক সহকর্মীরাও এই বিষয় নিযে় বিব্রত। তবে দলের দাযি়ত্বশীল কোন মহল এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।