আমাদের কথা খুঁজে নিন

   

ভাবিয়া পাগলে কয়....(একটি লোকগীতি)


একটি লোকগীতি কথা ও সুরঃ- ফারুক হোসেন ভাবিয়া পাগলে কয় আপন আপন কেহ নয় সাঙ্গ করে ভব লীলা যাইবা আবার কোথায়। আইছো একা যাইবা একা মাঝ পথে ক্ষনিক দেখা পাইলা তাতে ক্ষনিক সখা আসলে কেউ করো নয়।। ভাবিয়া পাগলে কয় আপন আপন কেহ নয়.... দুই দিনের এই দুনিয়া নয় কিছু দেখো ভাবিয়া মরলা শুধু হাপাইয়া কাজের কাজ তো কিছু নয়।। ভাবিয়া পাগলে কয় আপন আপন কেহ নয়.... হুশের ঘরে নাই বাতি কবরে কি পাইবা সাথী সামনে জানি কী হয় গতি রইলা পড়ে কার আশায়।। ভাবিয়া পাগলে কয় আপন আপন কেহ নয়....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।