মানুষ আমি আমার কেন পাখির মত মন...........।
সামু তে লেখার চেয়ে ব্লগ পড়ার জন্য বেশি ঘুরি। আগেই এই ''মাইনাস বাটন'' নিয়ে অনেক পোস্ট এসেছে, অনেক কথা হয়েছে। কিন্তু এখন কেমন যেন নিস্তব্দধ হয়ে গিয়েছে সবাই। আমি খুব ভালো লিখতে পারি না, সেই জন্য সহজে পোস্টও দেই না, কিন্তু অন্যের বিরক্তিকর লেখা পড়লে মাইনাস বাটন টা কে খুব বেশি মিসাই।
অনেকে বলতে পারেন, ব্লগ তাঁর বাবার সম্পত্তি, যা ইচ্ছা তাই লিখবেন; পরতে চাইলে পড়বেন, না পরতে চাইলে পড়বেন না; কিন্তু কথা হল, ব্লগে লেখাই হয় সবার সাথে শেয়ার করার জন্য, আর যখনই শেয়ার করার কথা আসে তখনি অন্যের অনুভূতিকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও একি সাথে উঠে আসে। আর এইসব বিষয় মাথায় না আনতে চাইলে ওইসব লেখা নিজের বাসার ডায়েরিতেই লেখা ভালো বলে মনে করি।
এখন এমন সব লেখা দেখি, যার জন্য আমি মনে করি সামুর জনপ্রিয়তা হুমকির মুখে পড়বে। কে.এফ.সির বার্গারের সাইজ থেকে শুরু করে আলু ভর্তা কিভাবে বানাতে হবে সেইগুলোর পোস্ট পর্যন্ত চলে এসেছে। এর পরেও কি মডারেটরের হুঁশ-জ্ঞান হবে না? মাইনাস বাটন টা যে কতটা শক্তিশালী, যা দিয়ে একজন ব্লগার সেচ্ছায় নিজের পোস্ট মুছে ফেলতে পর্যন্ত বাধ্য হয়।
মডারেটরের দৃষ্টি আকর্ষণ করে কোন লাভ হবে নাকি জানি না! তবুও, এই ধরণের পোস্টে মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতে হয় বিধায় করছি, "দয়া করে, আমাদেরকে মাইনাস বাটন ফিরিয়ে দিন। " নয়তো দেখা যাবে আমাদের প্রিয় সামু ব্লগকে একসময় সাগুব্লগ, রেসিপিব্লগ, আজাইরাব্লগ ইত্যাদি নামে অনেক ব্লগাররা সম্বোধন করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।