....
উফফফ..... অবশেষে আমার নতুন ছোট্ট পৃথিবীতে উঠতে পারলাম,মানে ঘুমাতে পারতিসি !... ম্যক্সিমাম ক্রেডিট গো'স টু আব্বু, আমারও ইকটু আছে কিন্তু অল্প সল্প!....
আমি এখন ফাহমিদ এর কাঁথা পারা বিছানায় বসে আছি আর কিছু আউলা আউলা গান শুনতিসি... ব্লগে আসতে খুব ইচ্ছা হলো ... এসেই মনটা খারাপ হলো..... যে ব্লগটা পড়তে আসলাম , গিয়ে দেখি সব ফাঁকা ...
.....তারপর নিজেই কী-বোর্ড এ ঢেউ দেয়ার চেষ্টা করতিসি আর ভাবতিসি ওয়াটারি কী-বোর্ড থাকলে কেমন হতো আর ঢেউ দেয়ার চেষ্টা করতিসি !!...
কিছুদিন আগে বগুড়ায় বসে বসে আমি [২০০৬,২০০৯.৫) ইন্টারভ্যাল এ আমার লাইফ এর কার্ভ আঁকার চেষ্টা করতিসিলাম। আবিষ্কার করলাম কিছু কিছু পয়েন্ট আমি ডিফাইন ই করতে পারতিসিনা... একটা সময় আমি একটা ভয়াবহ asymptote পেলাম যেটায় ফাংশান টার লেফ্টসাইড লিমিট ইনফিনিটি......কিন্তু মাইনাস....................... তারপর কিছু পজিটিভ ভ্যালু পাওয়ার পর আমি যখন আবারও নেগেটিভ ভ্যালু আর আনডিফাইন্ড পয়েন্ট পেতে থাকলাম ................. আমার.... আমার ভয়ানক লজ্জা লাগলো... খুব খুব খুব হতাশ লাগলো..... আর অমানবিক রাগ লাগলো...আমার অসম্ভব ইচ্ছা করলো কাউকে সব গুলো দোষ দিয়ে আসতে,কিন্তু দিতে পারলামনা .......
খুব আজব ভাবে তখনই ফাহিম ফোন করলো........
..... আমার খুব মন খারাপ হচ্ছে ... ধুর.. রাগীব এর ওখানে যেতে হতো আজকেই ....... লেখাটার যে কি নাম দিবো বুঝতিসিনা.... কি নাম ই বা দেয়া উচিত ?? ধুশশ... এটা আবার কি টাইপ q হলো ;( ... *ল
ছোট্ট পৃথিবীতে প্রথম দিনের শেষের রাত এটা.......... আমার ইকটুও ঘুমাতে ইচ্ছা করতিসেনা .....
আসলে ... করতিসে কিন্তু আসতিসেনা .......................................
পুনশ্চ!!)
কার্ভটা আঁকতে গি্য়ে আমার অনাহুত আগন্তুক কে খুব মনে পরসে ...... এই লেখাটা ওর জন্য......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।