ব্লগে অনিয়মিত। ছোট একটা পাঁচ বর্নমালার ইংরেজী শব্দ। "MINUS" বাংলায় বিয়োগ। তবে ব্লগে এর প্রচলন ছিলো ভিন্নধারায়। অন্যায়, অবান্চিত কোন কিছুর বিরুদ্বে যা ছিলো এক মোক্ষম অস্র।
আজ ২০ শে জানুয়ারি এই মাইনাস কেড়ে নেওয়ার দ্বিতীয় বার্ষিকী। অত্যন্ত শ্রদ্বাভরে এই মাইনাসের মৃত্যু দিবসকে স্বরন করছি। প্রতিবাদের নিরব টুলসটি সেইযে হারিয়ে গেল আর ফিরে এলো না।
পজেটিভ ব্লগিংকে উৎসাহ দিতেই মাইনাসের ব্যাবহার তুলে নেওয়া হয়েছে, ব্লগ কর্তপক্ষের ভাষ্য ছিলো এমনটাই। কিন্ত এই দুই বছরে ব্লগিং কতটা পজেটিভ ছিলো তার কিছুটা পুরনো ব্লগার মাত্রই বলতে পারবেন।
আমার মতে দুই বছর আগের তুলায় এখন ব্লগিংয়ের মান অনেক কমে গেছে। ব্লগ এখন অনেকটাই ফেসবুক ভার্সন হয়ে গেছে। কপি পেষ্ট, বিজ্ঞাপন, অশ্লীল গলাবাজি, গুজব ছড়ানো, নেগেটিভ ব্লগিং এর যত উপাদান, আছে সবকিছুই এখন ব্লগে পাওয়া যায়। এইসব আগে ছিলোনা, আমি অস্বীকার করছি না। তবে এর মাত্রা এখন অনেক বেশী।
কর্তপক্ষ যদিও রিপোর্ট করার দিকে বেশী মনোযোগ হওয়ার কথা বলেছিলো, তবে নিজেও শত শত রিপোর্ট করে খুব কমই ফল পেতে দেখেছি। কর্তপক্ষ মাইনাসের অপব্যাবহারের কথাও বলেছিলো, কিন্তু আমার মতে কিছুটা অপব্যাবহার থাকলেও সঠিক ব্যাবহারের পরিমানই বেশী ছিলো। মশা গায়ে বসলে আমরা থাপ্পড় দেই মাইনাস ছিলো সেইরকম তাৎক্ষনিক একটা প্রতিকার, কয়েল ধরানো কে হয়তো রিপোর্টের সাথে তুলনা করা চলে।
আজকের এই বেদনা বিধুর দিনে আমি ব্লগ কর্তপক্ষের কাছে মাইনাস ফিরিয়ে দেবার আকুল আবেদন জানাচ্ছি। পজেটিভ ব্লগিং এর জন্য নেগেটিভ রেটিং অবশ্যই থাকা উচিৎ।
তাৎক্ষনিক প্রতিবাদের এই অনন্য বাটনটিকে ফিরিয়ে দেন প্লিজ। আপনারা এক মাসের জন্য পরীক্ষামূলক ভাবে মাইনাস ফিরিয়ে দিন, দেখবেন ব্লগের চেহারাই পাল্টে(পজেটিভ) গেছে।
আমার আজে মনে আছে মাইনাস ফিরিয়ে দেবার জন্য কি মজাদার একটা আন্দোলন হয়েছিলো। জাহাজী পোলা, শায়মা আপু সহ আরো অনেক অনেক ব্লগার বুক চিতিয়ে প্রতিবাদ আন্দোলন করেও মাইনাসকে প্লাস করাতে পারেননি। উল্টো কর্তপক্ষ উনাদের স্ট্যাটাস মাইনাস করে ওয়াচে নিয়ে গিয়েছিলো।
আমি সেইসব প্রতিবাদকারী, আন্দোলনকারী ব্লগারদেরও শ্রদ্বার সাথে স্বরন করছি।
সবশেষে আবারো বলে যাই "মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়"। সবাই ভালো থাকবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।