আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দপুর বিমান বন্দর ব্যবহারে ভুটানের প্রস্তাব

আমি বাংলার...।

সৈয়দপুর বিমান বন্দর ব্যবহারে ভুটানের প্রস্তাব ঢাকা ডেস্ক :: বাংলাদেশের সৈয়দপুর বিমান বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভুটান। এই লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সফররত দেশটির প্রতিনিধি দল সৈয়দপুর বিমান বন্দর পরিদর্শনে যাবেন। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় বিমান সচিব মো. আতাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী লিওপো নন্দলাল রায়ের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বিমানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। জিএম কাদের বলেন, ভুটানে পাহাড় পর্বতের কারণে আন্তর্জাতিক মানের বড় বিমান বন্দর নেই। ভুটানের কাছাকাছি হওয়ায় বাংলাদেশের সৈয়দপুর ও লালমনিরহাট বিমান বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে। ওই দু'টি বিমান বন্দরের অবকাঠামো পরিদর্শন করবেন বাংলাদেশ সফররত ভুটানের প্রতিনিধি দল। এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ভুটান কীভাবে বিমান বন্দরটি ব্যবহার করতে চাচ্ছে? সৈয়দপুর বিমান বন্দরটি আন্তর্জাতিক মানের অবকাঠামো উন্নয়নে কোন দেশ বিনিয়োগ করবে সবকিছুই আলোচনা করে ঠিক করা হবে।

বাংলাদেশ-ভুটানের বিমান চলাচলের বিদ্যমান চুক্তির সুযোগ-সুবিধা বৃদ্ধি করে বাংলাদেশ সিভিল এভিয়েশনের সঙ্গে ভুটানের বিমান পরিবহন কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করবে বলেও জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, ভুটান ও বাংলাদেশের পর্যটন উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধি দল। ভুটানের পর্যটকদের বাংলাদেশে আসা কিংবা বাংলাদেশের পর্যটকদের ভুটানে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছে প্রতিনিধি দল। এ লক্ষ্যে পরবর্তীতে দু'দেশের ট্যুর অপারেটরদের সঙ্গে আলোচনা হবে। দু'দেশের যোগাযোগ উন্নত হলে পর্যটন শিল্পও সম্প্রসারণ হবে।

উল্লেখ্য, বর্তমানে ভুটান-বাংলাদেশ বিমান পরিবহন চুক্তিতে নিয়মিত ৭টি ফ্লাইট পরিচালনা করার সুযোগ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।