আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দপুর ও চৌদ্দগ্রামে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার সৈয়দপুর ও চৌদ্দগ্রাম উপজেলার হায়দার ব্রিজ এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে ৫ পুলিশসহ ২০জন আহত হয়েছে।

জানা যায়, সকাল ৯ টায় মহাসড়কের কুমিল্লা সদরের সৈয়দপুরে জামায়াত কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এসময় বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামানসহ ৩ পলিশ সদস্য আহত হয়। জামায়াত-শিবিরের দাবি এসময় তাদের ৩ জন গুলিবিদ্ধ হয়।

বুড়িচং থানার ওসি আমিরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের হামলায় বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত), এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ এসময় তাদের ছত্রভঙ্গ করতে ১শ ৫০ রাউন্ড রাবার বুলেট, ১ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় সৈয়পুর থেকে জামায়াত-শিবিরের ৩ জনকে আটক করা হয়।

এদিকে সকাল ১০ টায় মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দার ব্রিজের কাছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা টহলরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের এস আই নুরুজ্জামান ও এক পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।