আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা জ্বিন-এর গল্প

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

একদম সত্যি কথা, একবার জ্বিন দেখছিলাম। কি বিশ্বাস হয় না? তাইলে শুনেন ঘটনা। হইলো গিয়া- তখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দেয়নি। আমাদের এক বন্ধুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম যশোর। তো যে দিন আমরা গিযেছি, সেদিন ঐ গ্রামের পাশের বাজারে যাত্রা পালা চলছিল।

রাতে ঐ যাত্রা দেখতে আমরা তিন বন্ধু সেখানে যাই । ওদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে। যাত্রা শেষ হলো প্রায় রাত আড়াইটার দিকে। বাড়িতে ফিরছি আমরা পায়ে হেঁটে। যখন বাড়ির কাছাকাছি এসেছি প্রায় এক রাস্তার বাঁকে হঠাৎ আটকে গেলাম আমরা ।

আমাদের মধ্যে শরাফত প্রথমে দেখেছিল ওটা। কি জিনিস? দেখি, খেজুর গাছের ডালে দু দুটি সাদা শাড়ি পড়া জ্বিন বসে আছে। আর যাবি কোথায়? পড়ি মরি করে দে ছুট সেই বাজারেই। সবাই আমাদের ঘটনা শুনলো এবং তারাও সেই জ্বিনের অনেক চাক্ষুস গল্প বলল। ভোরের দিকে আবার আমরা বাড়ির পথ ধরলাম।

তখন চারদিক প্রায় আলো দেখা যাচ্ছে। মানুষ মসজিদে যাচ্ছে। আমরাও সে কারণে সাহস পাচ্ছি। কারণ শুনেছি যে আজানের শব্দে জ্বিন-ভুত পালিয়ে যায়। আমরা আবার সেই রাস্তার বাকে এসে দেখলাম ও দুটো তখনও আছে।

হ্যা সত্যি ও দুটো তখনও ঐ খেজুর গাছের ডালে বসে বসে মাথা উচু নিচু করছে। কি ব্যপার? ফটিক এগিয়ে গেল। আমাদের মধ্যে ওর সাহসটা ছিল একটু বেশি। একটু একটু করে এগিয়ে গেলাম আমরা। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, পিঠের কাছে শিরশির করছে।

কিন্তু কাছে গিয়ে কি দেখলাম? আরে ও দুটো সাদা পলিথিনের ব্যাগ। বাতাসে ফুলে উঠছে, আর ফরফর শব্দ করছে। ভাবুন তো কি রকম লাগে, এর জন্য সারারাত না খেয়ে, ভয়ে জড়সড় হয়ে ছিলাম। ============================== পাঠক, এইটা যে চাপা সেটা বুজবেন কেমনে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.