চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।
পদার্থ ও গণিতবিদ স্টিফেন হকিং বলেছেন, স্বর্গ ও পরকাল বলতে কিছু নেই। মানুষের ব্রেন একটি কম্পিউটারের মতো। কম্পিউটারের যেমন বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে তা কাজ করা বন্ধ করে দেয়। মানুষের ব্রেনও তেমনি।
এ ব্রিফ হিস্ট্রি অব টাইম-এর লেখক স্টিফেন হকিং এসব কথা বলেছেন এক সাক্ষাৎকারে। ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে লন্ডনের দ্য গার্ডিয়ানে। মাত্র ২১ বছর বয়সে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে চলন ও কথা বলার শক্তি হারিয়েছেন তিনি। তার পর থেকে এতদিন বেঁচে আছেন জীবন্মৃত অবস্থায়। তাই তিনি বলেছেন, খুব তাড়াতাড়ি মারা যাবো এমনটা প্রত্যাশা করে গত ৪৯টি বছর আমি বেঁচে আছি।
আমি এখন আর মৃত্যুকে ভয় পাই না। আবার মারা যাওয়ার জন্য আমার কোন তাড়াহুড়োও নেই। আমার সামনে এখনও অনেক কাজ পড়ে আছে। আমি সেগুলো শেষ করতে চাই। এ সময় তিনি বলেন, মানুষ মৃত্যুকে নিয়ে কল্পকাহিনী ফেঁদে বসেছে।
ওই সাক্ষাৎকারে তিনি মৃত্যুর পরের জীবনকেও অস্বীকার করেছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল- আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত। জবাবে তিনি বলেছেন, আমাদের কাজকর্মে সর্বোচ্চ মান বজায় রাখা উচিত। আরেক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বিজ্ঞানের চমৎকার দিকগুলো তুলে ধরেন। যেমন জীববিজ্ঞানের ডিএনএ’র ডাবল হেলিক্স, পদার্থ বিজ্ঞানের মৌলিক সমীকরণগুলোর কথা তুলে ধরেন।
মানবজমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।