আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সিভি ( CV ) বানাই

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

চাকরি জীবন শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার সি,ভি। আমরা গ্র্যাজুয়েশনের পরই হঠাৎ করে নিজেকে খুঁজে পাই বাস্তবতার জগতে কিছুটা সন্দিহান হয়ে উঠি এবং তখনই প্রথম দরকার পড়ে একটা ভাল সিভি তৈরী করা। আমরা ছুটি বড় ভাই বা কোন এক্সপার্টের কাছে। পরিচিত মানুষদের কাছ থেকে সাহায্য নেয়া খারাপ কিছু না তবে অনেক সময় এসব বিষয়ে সময়মত সাহায্য পাওয়া যায় না যার জন্য কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। তার চেয়ে চলুন না নিজেরাই নিজেদের সয়ংসম্পূর্ণ করে ফেলি? আমার প্রফেসর এবং একটা সেমিনারের প্রধান বক্তা সিভি তৈরীর জন্য ইউরোপাস নামের একটা ওয়েবসাইট রেফার করেছিল।

এটা যারা উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, Click This Link এবং এটা যারা কারিগরি ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা সম্পন্ন, Click This Link এই লিংক দেখে দেখে আপনি শুধু নিজের তথ্যগুলো বসিয়ে হুবুহু ফর্মেটে নিজের সিভি বানাতে পারেন। আর যদি কারো বিশ্লেষন দরকার হয় তাহলে আমার করা নিচের বিশ্লেষনটা দেখে নিতে পারেন। ৫ টা অংশে আপনার সিভি'টা ভাগ করা থাকবে , ব্যাক্তিগত তথ্য ,কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ব্যাক্তিগত দক্ষতা এবং অন্যান্য যোগ্যতা #শুরুতেই বাঁ দিকে মার্জিন রেখে ব্যাক্তিগত তথ্য : আপনার নাম: ঠিকানা: ফোন: ই-মেইল: জাতীয়তা: জন্ম তারিখ: লিংগ: প্রার্থিত পদ ( যেই পদে এপ্লাই করছেন) : কাজের অভিজ্ঞতা : (১) কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত : কোন পদে ছিলেন: কি দায়িত্ব পালন করেছেন : কোন প্রতিষ্ঠানে ছিলেন : কোন ধরনের ব্যাবসা বা কি খাত ছিল সেটা : (২) : কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত : কোন পদে ছিলেন: কি দায়িত্ব পালন করেছেন : কোন প্রতিষ্ঠানে ছিলেন : কোন ধরনের ব্যাবসা বা কি খাত ছিল সেটা : (যতগুলো চাকরীর অভিজ্ঞতা আছে সেগুলোর লিস্ট দিন ) চাকরীর অভিজ্ঞতা না থাকলে এই অংশটি লেখার কোন প্রয়োজন নেই। কর্ম অভিজ্ঞতা লিখে এর মাঝে " নাই " লিখবেন না ! শিক্ষাগত যোগ্যতা: তারিখ : কবে শুরু-কবে শেষ (উদা:২০০৪-২০০৮) ডিগ্রি : (স্নাতক) কোন বিভাগে: (আন্তর্জাতিক সম্পর্ক) ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা,বাংলাদেশ। ৩.৭৫ সিজিপিএ সহকারে।

(প্রতিষ্ঠানের নাম, শহরে'র নাম , দেশের নাম) (প্রথমে লিখবেন সর্বোচ্চ ডিগ্রি এর পর বড় থেকে ছোট ডিগ্রি। যদি মাস্টার্স করা থাকে তাহলে মাস্টার্স-ব্যাচেলর্স-এইচ,এস,সি) ব্যাক্তিগত দক্ষতাসমুহ মাতৃভাষা : বাংলা অন্যান্য বিদেশি ভাষায় দক্ষতা: ইংরেজী অন্যান্য দক্ষতা : ( যেমন, স্কাউটিং, ত্রান কার্যক্রম পরিচালনা ইত্যাদি) কম্পিউটারে দক্ষতা: ( মাইক্রোসফট অফিস এপ্লিকেশন সমুহ ) অন্যান্য যোগ্যতা সমুহ প্রকাশনা : ( যদি থাকে ) ব্যাক্তিগত আকর্ষন: খেলাধুলা: ( পছন্দের খেলাধুলা যদি করেন অথবা আগ্রহী হন ) সংস্কৃতি: হবি: পুরস্কার ও বৃত্তি সমুহ : কি কি সুবিধা পেয়েছিলেন, কে দিয়েছে, কোন জায়গা থেকে পেয়েছেন। রেফারেন্স : আপনার সুনাম গাইবে এমন কারো ফোন নম্বর ( অথবা লিখে দিবেন যে, প্রয়োজনে সরবরাহ করা হবে ) বাংলায় যা লেখলাম সেটা ঐ ওয়েব সাইটে লেখা ইংরেজী ভার্সনটা দেখলেই পেয়ে যাবেন। আমার বঙ্গানুবাদ এবং লিখে বুঝানোর ক্ষমতা ভাল না। তাই ভাল হবে যদি নিজ দায়িত্ব মুল ভার্সনটা দেখে দেখে সিভি তৈরী করেন।

সিভি'র গঠনটা সুন্দর রাখুন, লিংকের ভার্সনটা আদর্শ কিন্তু কোন কারনে সেটা ফলো করতে না পারলেও সুন্দর ফরম্যাটে রাখুন, তথ্যগুলো যেন সহজেই চোখে পরে। ৫টি অংশের হেডিংগুলো বোল্ড করে দিন। স্পেসিং ঠিক রাখুন। কোন ধরাবাঁধা নিয়ম মানার প্রয়োজন নেই শুধু খেয়াল রাখবেন যেন রুচিসম্মত হয় আর রুচি নিয়ে বিভ্রান্তি থাকলে চোখ বন্ধ করে লিংকের ভার্সনটা কপি করুন। শুভ কামনা, যেন প্রথম জায়গায় সিভি ড্রপ করার পর সেখানের সফল হন।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।