সত্যের মাঝে সুন্দর, সুন্দরের মাঝে ভালবাস। ভালবাসার মাঝে বন্ধুত্ব, আর বন্ধুত্বের মাঝে তুমি আমি।
আকাশ আর চম্পা কেউ কাউকে না দেখলেও তাদের মাঝে সুন্দুর বোঝা পরা ছিল।
চম্পা যখন মন খারাপ করে থাকতো তখন আকাশ ওকে গান শুনিয়ে হোক আর কথা দিয়ে হোক তার মন ভালো করেই ছাড়বে।
একটা সময় আকাশ চম্পার সাথে দেখ করতে চাইলো, কিন্তু চম্পা রাজি হলো না।
এক দিন আকাশ সাথীর সাথে দেখা করতে যেয়ে সাথীর হাতে একটি কাগজ ধরিয়ে দিল,
(সাথী ভেবে ছিল, কোন চিঠি হয়তো হবে)
সাথী বললো এভাবে কি কেউ কাউকে চিঠি দেয়?
আকাশ বললো এটা কোন চিঠি না বিশ্বাস না হয় পড়তে পারো কোন সমস্যা নেই।
এখনে কিছু উপদেশ আছে যা পড়ে চম্পার ভালো লাগবে তাই নিয়ে এলাম।
ঐ কাগজটায় এক পৃষ্ঠায় লেখা ছিল, (প্রেম তুমি কি জানতে ইচ্ছে করে)
অপর পৃষ্ঠায় লেখা ছিল, (চলো বদলে যাই)
সে দিন চম্পার সাথে আকাশের দেখা হয়নি,
বাসায় ফিরে যখন চম্পা জানতে পারে, যে আকাশ এসে ছিল এবং তাকে একটা কাগজ দিয়ে গেছে, সাথে সাথে নিয়ে পড়ার পর পরই আকাশকে ফোন করে বললো আমি আপনার সাথে দেখা করতে চাই।
আকাশ তখন বললো এখনই না পরে এক সময় দেখা করব। ....................................................... (চলবে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।