পৃথিবীর সব দেশেই এটা প্রচলিত যে, নারী মাত্রই কথা বলে বেশি। বকবক করা নারীর স্বভাব এই কথা যারা বলেন তাদের একটু জেনে রাখা দরকার কেন এমনটি হয়। নারীর এই বেশি কথা বলার পিছনে রয়েছে নারীর মস্তিষ্কে থাকা এক বিশেষ প্রোটিনের উপস্থিতি। ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ নামের এই প্রোটিনের পরিমাণ নারীর মস্তিষ্কে একটু বেশিই থাকে। আর এর প্রভাবেই বেশি কথা বলেন নারীরা। রীতিমত গবেষণা করে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ও মনস্তত্ত্ব গবেষকেরা। ‘জার্নাল অব নিউরোসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, নারীর মস্তিষ্কে ফক্সপিটু নামের ল্যাঙ্গুয়েজ প্রোটিনের উপস্থিতি বেশি। উচ্চারিত শব্দ দিয়ে হিসেব করলে নারীরা পুরুষের তুলনায় অন্তত ১৩ হাজার বেশি শব্দ উচ্চারণ করে। নারীদের প্রতিদিন উচ্চারিত শব্দের পরিমাণ প্রায় ২০ হাজার। সুতরাং নারীরা বকবক করিলে,তাঁদেরকে দোষ দেয়া কি ঠিক ? View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।