Deep freeze একটি সফটওয়ার যেটা ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যাবতীয় ফাইল পুনরায় আগের মত দেখতে পাবেন মানে কোন কিছুই পরিবর্তন হবে না । এর ফলে আমরা অনাকাঙ্খিত ভাইরাস থেকেও মুক্তি পাবেন ।
এর সুবিধাসমূহঃ
১ . ভাইরাস থেকে c ড্রাইভ সম্পূর্নভাবে নিরাপদ থাকবে । মানে সিস্টেম ফাইলগুলো ভাইরাস থেকে মুক্তি পাবে ।
২ . অন্য কেউ আপনার কম্পিউটারে অনাকাঙ্খিত ফাইল প্রবেশ বা ডিলেট করতে পারবে না ।
ইনস্টল করার পদ্ধতিঃ
প্রথমেই আপনাকে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে । তারপর আপনি এটি ইনস্টল করুন । এখানে যদি আপনি চান যে আপনার হার্ডডিস্কের সকল ড্রাইল এই সফটওয়ার এর অধীনে রাখবেন তাহলে সকল ড্রাইভ সিলেক্ট করাই থাকবে শুধু ইনস্টল করে নিন । সকল ড্রাইভ করলে আপনি অসুবিধায় পরতে পারেন মানে যখন আপনি কিছু কপি করে রাখবেন তা Restart কদেয়ার পরপরই চলে যাবে । তাই সবচেয়ে ভাল হয় আপনি শুধু C ড্রাইভটি ক্লিক করুন ।
যাতে C ড্রাইভের অবান্চিত ফাইলগুলো পরে যায় । ইনস্টল হওয়ার পরপরই এটা সয়ংক্রিয়ভাবে Restart নিবে । পরে কম্পিউটার চালু হলে yes ক্লিক করুন । অথবা deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিন । যাতে অন্যকেউ তা আনইনস্টল করতে না পারে ।
ইনস্টল করা খুবই সহজ । সাধারন সফটওয়ার এর মতই এটি ইনস্টল করতে হবে ।
আনইনস্টল করার পদ্ধতিঃ
deep freeze সফটওয়ারটি যেহেতু Add or Remove অপশনে পাওয়া যায় না এবং স্টার্টআপ অপশনেও খুজে পাওয়া যাবে না। তাই এটি প্রথম আপনাকে ডিসেবল করতে হবে । এটি আনইনস্টল করতে হলে আপনাকে deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করতে হবে ।
এরপর আপনার দেয়া পাসওয়ার্ডটি দিন ।
Boot Thawed অপশনটি ক্লিক করে Restart দিন । এরপর আপনাকে deep freeze ইনস্টল করার সফটওয়ারটি ডাবলক্লিক করতে হবে । পরেই তা আনইনস্টল হওয়া শুরু করবে ।
এর সিরিয়াল নম্বর হলঃ NKQ7KD4E-MTRZ4606-6NTTCAFX-Z4APSWN4-ZS65BM43
তো আশা করি খুব ভালভাবেই বুঝেছেন deep freeze এর ব্যবহারের সুফল এবং ব্যবহারবিধি ।
সবাইকে ধন্যবাদ……………
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।