আমাদের কথা খুঁজে নিন

   

এসএলপিএলের সঙ্গে আফ্রিদির ৩ বছরের চুক্তি



ঢাকা, ১৩ মে (শীর্ষ নিউজ ডেস্ক): অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণ করতে না পারার আক্ষেপ ঘুচতে চলেছে পাকিস্তানী ক্রিকেটারদের। চলতি বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের দ্বিতীয় দামি টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট আসর শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেট তারকা। আর পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ইতিমধ্যেই ৩ বছরের চুক্তিতে স্বাক্ষর করে পেয়ে গেছেন একটি দলের অধিনায়কত্ব করবার সুযোগ। ২০০৮ সালের প্রথম আইপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার অংশগ্রহণ করেছিলেন। ওই তালিকায় ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক শহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও আব্দুর রাজ্জাকসহ পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেট তারকা ছিলেন।

কিন্তু ওই বছরের শেষের দিকে মুম্বাইয়ে পাকিস্তানী জঙ্গিদের হামলায় ১৬৪ জন নিহত হলে দু'দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি ক্রিকেট সম্পর্কেও ফাটল ধরে। এরপরে আর আইপিএল পরিচালনা পর্ষদ তাদের আসরের খেলাতে নিলামেই তোলেনি পাকিস্তানী কোনো ক্রিকেটারকে। ফলে বিশ্বব্যাপী জনপ্রিয় ও অর্থনৈতিক মানদণ্ডে ক্রিকেটারদের জন্য সবচেয়ে লোভনীয় ওই আসরে খেলা থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে এবার তাদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে প্রস্তাবিত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। প্রথম আসরেই বেশ কয়েকজন পাকিস্তানী ক্রিকেটার অংশ নেবেন ওই আসরে।

আর শহীদ আফ্রিদি পেয়ে যাচ্ছেন একটি দলের নেতৃত্বভার। এজন্য ইতিমধ্যে এসএলপিএল'র পক্ষ থেকে তাকে প্রস্তাবও দেয়া হয়েছে। প্রথম আসরের জন্য তার সঙ্গে ৩৫ হাজার মার্কিন ডলারের ৩ বছর মেয়াদী চুক্তিও সম্পাদন করেছে এসএলপিএল কর্তৃপক্ষ। তবে আইপিএলের তুলনায় অর্থের পরিমাণ কম হলেও ২০১২ সালের দ্বিতীয় আসরে তা বেড়ে দ্বিগুণ হবে বলে শ্রীলঙ্কার এক সংবাদ মাধ্যম জানিয়েছে। আর অর্থের চেয়ে সম্মানটাকেই বিশাল একটি পাওয়া বলে মনে করছেন আফ্রিদি।

উচ্ছ্বসিত আফ্রিদি জানিয়েছেন, এটি পাকিস্তান ক্রিকেটারদের জন্য একটি বিরাট সুযোগ। এর মাধ্যমে আবারও বাইরের কোনো বড় আসরে খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন তারা। এসএলপিএল কর্তৃপক্ষের কাছ থেকে আফ্রিদির পাশাপাশি ইতিমধ্যে প্রস্তাব পেয়েছেন দলের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক, শোয়েব আখতার, আব্দুর রাজ্জাক, উমর গুল ও ওমর আকমল। উল্লেখ্য, ৭টি দল নিয়ে চলতি বছরের জুলাই-আগস্টে এসএলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.