নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন
এই যে ভাই যাবেন, তিনি এমন আমুদে মুড নিয়ে আমার দিকে তাকালেন যেন মনে হল বিরাট অন্যায় করে ফেলেছি। কিছুক্ষন তাকিয়ে থাকার পর বেশ আয়েশ করে সিগারেটের ধুয়া ছেড়ে বললেন, না যামুনা। এটা আমদের এলাকার বর্তমান রিক্সা চিত্র।
তো চলুন আরও একবার আল্লাহ খোদার নাম নিয়ে দেখি একটা রিক্সা পাওয়া যায় কিনা।
এই মামা যাইবা, হ যামু, কই?
নবোদয় বাজার।
৩০ টাকা।
ভাড়া শুনে আমি পুরা খাম্বিত (মানে খাম্বার মত)!!!
সিয়া মসজিদ থেকে নবোদয় ১০ টাকা ভাড়া বেশি হয়ে যায় সেখানে ৩০ টাকা???
লাষ্ট টাইম ট্রাই না পাইলে সোজ হেটে চলে যাব চিন্তা করে ফেলেছি ।
এই রিক্সাওয়ালাকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে_
যাবেন নাকি ভাই।
কই যাইবেন নবোদয় বাজার ।
১৫ টাকা লাগবো।
মনে মনে একটু আশান্বিত হয়ে উঠছি । পাইছি তোরে ।
এমন সময় পাশ থেকে এক কেকিল কন্ঠি বলে উঠলো - যাবেন নাকি ভাই?
কই যাবেন আপা?
নবোদয় বাজার ।
উঠেন।
সে চলে গেল আমি চেয়ে চেয়ে দেখলাম ।
। । । ।
আমার বলার কিছু ছিলণা।
। । ।
। ।
। সোজা কথা রিক্সায় মিটার চাই। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।