আমাদের কথা খুঁজে নিন

   

শুটকির বরা!!



বাজারেতে গেলে জিনিসের দাম শুনে মোর হায় ছোটে শুধু ঘাম। ঈলিশ তো ভাই যায় নাকো ছো৺য়া ভেবেদেখে এক ভাগ কিনলাম পোয়া। চিংড়ির তিনগুণ দাম বেশি চায় ঘুড়িতেছে মাথা মোর কম্পন পায়। লাউ দেখে ভাবলাম কিনে নিয়ে যাই দাম শুনে ডাঙাতেই শুধু খাবি খাই। আলু আর পটলেতে আছে ভরা বস্তা ভেবেছিনু এগুলোর দাম বুঝি সস্তা। চালে-ডালে খিচুড়ি আছে নানা জাত ভাই সব জাত একই দাম কোন ভেদাভেদ নাই। বাজারেতে পণ্যের দাম এত চরা তাই বুঝি কপালেতে শুটকির বরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।