হুম, আগামীকাল রেজাল্ট। সব পোলাপাইন দুনিয়ার চিন্তায় মাথায় আকাশ ভাইঙ্গা পড়তাসে।
সবাই ভয়ে আধামরা হয়ে গেসে কেউ কেউ আবার পুরাই ঘুমাইতে পারতেসে না। কেউ কেউ আবার ফেবু ডিঅ্যাক্টিভেট কইরা দিসে ।
আর আমি? ফেবুতে বইসা বইসা চ্যাটে সবাইরে বিরক্ত করা আমার কাজ।
কিছু সময় ভালো ছাত্রদের আরো ভয় পাওয়াই দিতাসি। আবার ভালো ফ্রেন্ড দের টেনশন দূর করতেসি। কিন্তু আমার কোনোই টেনশন নাই। কারণ টেনশন কইরা শুধু শুধুই ভয় পাওয়া, এতে আমাদের রেজাল্টের ক্ষেত্রে কোনোই প্রভাব পড়বে না। তাইলে চিন্তা করবো কেন!! আমি সকাল থেকেই চ্যাটে ছিলাম, সবাইকে বিরক্ত করলাম, কাউকে আবার আনন্দও দিলাম।
যাই হোক, শেষ পর্যন্ত বলি সবাই আমার জন্য দোয়া করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।