নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
ঢাকা ইউনিভার্সিটি প্রসঙ্গে নিশ্চয় কিছু বলার অপেক্ষা রাখেনা ! সর্বাগ্রে
এটাই স্বীকৃত, তাতে অস্বীকার করার কোন দ্বিধা থাকবার কথা না। নিশ্চিত
নিম্নের প্রসঙ্গটি কি এতটাই আশ্চর্য হবার মত ?
দেশের সর্ববৃহৎ এ শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের গর্ব, পরিসংখ্যানে বলে কতটা গ্রহণযোগ্য যখন একটি আসনের বিপরীতে ৩০-৩৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করে মাত্র একজন একটি আসনের অধিকারী হয়। সেরকম পরীক্ষার কোন রেজাল্ট নিশ্চয় আবেদনকারী ছাত্র ছাত্রীদের কাছে অতীব গুরুত্বপূর্ণ।
কিন্তু যখনই রেজাল্ট শীট খুলে রেজাল্ট শীটের খুব সাধারণ ভূল গুলো চোখে পড়বে বা যাদের পড়েছে তাদের প্রতিক্রিয়া এ সাধারণের পক্ষে জানা সম্ভব না হলেও, সর্ববৃহৎ এ প্রতিষ্ঠানটির এ ধরনের দায়িত্ব সচেতনতার পরিচয়ের ব্যাখ্যা অন্তত খুজে পাওয়া কষ্ট !
অন্য প্রসঙ্গ আসি, ছোট বেলায়, মাঝারি বেলায় আর বড় বেলায় মজা করে বলা হত " মানুষ মাত্রই ভুল" - (Man is Mortal), মজা করেই বলি আর যাই বলিনা কেন ভুলের মাঝেই কিন্তু ভুল হয়ে গেল। সংশোধনই যেখানে ভূল, ভূলের রাজত্ব সেখানে।
কিন্তু, এখন কোন শিক্ষার্থী যেন না বলে বসে ................................
রেজাল্ট শীটের রোল নম্বরে ভুল নেই তো ?
এতদসত্বেও কোন শিক্ষার্থী যখন চান্স পায়নি, আক্ষেপ করে বলবে "তাও ভাল যদি চান্স পেতাম!"
.
.
.
.
.
.
.
প্রসঙ্গের বাহিরের কথা :
শিরোনামটি এমনই "কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট শীট-টি দেখুন ? রেজাল্টের জন্য নয় .... অন্য কিছু "
"কষ্ট" শব্দটি শুরুতেই জুড়ে দিয়ে পাঠকদেরকে যে কষ্ট দিয়েছি তাতে কেউ কষ্ট পাক বা না পাক এ সাধারণ পোষ্টদাতা সত্যি এমন ভুলে কষ্ট পেয়েছে ...
বি:দ্র: রেজাল্ট শীটটি লক্ষ করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।