© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
I Saw the Devil (2010) একটি কোরিয়ান মুভি, যার অরিজিনাল টাইটেল হলো Akmareul boatda. ইদানিং আমার কোরিয়ান,জাপানিজ মুভিগুলো বেশ টানছে। গতকালকে দেখেছিলাম একটা জাপানিজ মুভি,নাম Confessions (2010)। এককথায় অসাধারন লেগেছিলো মুভিটি। আজকে যেটা দেখলাম সেইটি অবশ্য ভালোই লেগেছে।
তবে আরেকটু ভালো আশা করেছিলাম। Confessions যেরকম আলোড়িত করেছিলো সে তুলনায় I Saw the Devil (2010) অতোটা মুগ্ধ করতে পারে নি। আসলে মাঝে মাঝে এমন হয়,একটা জটিল জিনিস দেখলে তার পরবর্তী সিনেমাটা কেমন জানি সাদামাটা লাগে। I Saw the Devil (2010) এর ক্ষেত্রেও বোধহয় তাই হয়েছে।
I Saw the Devil (2010) মুভিটি একটি Crime | Drama জেনারের মুভি।
মুভিটির দৈর্ঘ্য ১৪১ মিনিট। অর্থাৎ বেশ বড়। তবে মুভিটি অনেক ফাস্ট, সুতরাং বোরিং ফিল করবার প্রশ্নই আসে না। আর কাহিনীও বেশ জমজমাট। তবে একটা কথা বলে রাখা দরকার, এটি একটি Rated R মুভি,কারন মুভিটিতে প্রচুর ভায়োলেন্ট আর কিছু সেক্সুয়াল ফুটেজ রয়েছে।
সুতরাং কাউকে সাজেস্ট করার আগে ভেবে নিয়েন।
এবার কাহিনীর দিকে একটু নজর দেয়া যাক। কাহিনীর শুরুতে দেখা যায়, সাউথ কোরিযান Intelligence Service এর একজন ইয়ং এজেন্টের প্রেগন্যান্ট ওয়াইফ একজন ভয়ংকর সিরিয়াল কিলারের হাতে নৃসংশ ভাবে খুন হন। ঐ সিরিয়াল কিলার মূলত Psycho মাইন্ডেড। তার হত্যার শিকাররা মূলত ইয়ং মেয়েরা হয়ে থাকে,এবং তাদেরকে হত্যার পর সে লাশ কেটে ডাম্প করতো।
কাহিনী আর কিছুই না, ঐ এজেন্ট revenge এর জন্য ঐ কিলারটাকে খুঁজতে থাকে। একপর্যায়ে কিলারটাকে বাগে পেয়ে খুন করতে যায়,কিন্তু তাকে মেরে ফেললেই কি আর revenge হয়? সে চায়,খুন না করে যতটুকু কষ্ট দিয়ে তাকে মারা যায়। সোজা কথায়, যথাযথ revenge। সে কিলারকে একটি ক্যাপসুল খাইয়ে দেয় যাতে এমবেডেড থাকে GPs আর Microphone। এবার সে সারাক্ষন কিলারকে ফলো করতে থাকে।
যখনই কিলারটি কোনো কুকাজ করতে যায়, তখনই সে কিলারটাকে আক্রমন করে বেধড়ক পিটায়। এভাবেই কাহিনী এগিয়ে যায়। একটা পর্যায়ে কিলারটি অবশ্য ঐ ক্যাপসুলটির কথা জানতে পারে এবং ঐটা শরীর থেকে বের করে হাওয়া হয়ে যায়। ঐ এজেন্ট তখন দিশেহারা হয়ে কিলারটাকে খুঁজতে থাকে। ব্যস,আর কমু না, সব কইয়া দিলে মুভি দেখবো কেডায়??
শেষে যে একখান চমক আছে এইটা তো জানা কথাই।
কোরিয়ান,জাপানিজ মুভি এ পর্যন্ত যা দেখছি এই জিনিসটা অন্তত জানি, ফিনিশিংয়ে একটা চমক থাকবেই। Confessions এ ছিলো, Old Boy এ ছিলো। ভালো কথা, Old Boy এর নায়কটা কিন্তু I Saw the Devil এর কিলারটা। সুতরাং মনে মনে চমক আশা করবো এটা তো বলার অপেক্ষা রাখে না। তবে আমার কাছে কিন্তু এন্ডিংটা খুব বেশি ভালো লাগে নাই।
হয়তো, একটু বেশিকিছু আশা করেছিলাম। My Bad !!!!!!
সে যাই হোক,মুভিটা চাইলে দেখতে পারেন। ভালোই লাগবে আশা করি। আমার কাছে উচ্ছ্বসিত লেভেলের না লাগলেও ভালোই লেগেছে। তবে রক্তারক্তি আর ভায়োলেন্সটা একটু বেশি।
সেদিক থেকে যাদের হজম ক্ষমতা কম---না দেখাই ভালো। এই মুভিটার imdb রেটিংটাও ভালো,৭.৯। আমি এই মুভিটিকে ১০ এ ৭.৫ দেবো। মুভিটি ভালোই লেগেছে, তবে আরেকটু ভালো করবার অবকাশ ছিলো।
ডাউনলোড লিংক: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।