আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ কয়েকজনকে মানবাধিকার পুরস্কার দেওয়া হয়েছে আজ।
মানবাধিকার পুরস্কার দেয়া হয়েছে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে। কোন নাটকের অংশ হিসেবে না আসলে তা পরিস্কার নয় আমার কাছে।
মানবাধিকার রক্ষার জন্য না মানবাধিকার পরোদমে লঙনের জন্য তাও জানিনা ।
এই সেই মহীউদ্দীন খান আলমগীর, যিনি বিশ্বজীৎের খুনীদেরকে বাচাবার জন্য কি না-ই করেছেন ।
সত্যকে মিথ্যা; মিথ্যাকে সত্য ! চোখ থাকতেও চোখে দেখেন নাই, কান থাকতেও কানে শুনেন নাই । কি আলামত তা শুধু বাংলাদেশেরই না বিশ্বের জানা ও ঘৃনার বিষয় । একটা হিন্দু অসহায় যুবকের খুন নিয়ে এমন খেলা বিরল ।
জানা গেছে যে আরো কয়েকজন বরেণ্য ব্যক্তিকে মানবাধিকার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে তাঁদের মধ্যে অনেকেই পুরস্কার নিতে আসেননি।
আমার মনে হয় তারা তামাশা ঠিক টের পেয়েছেন । স্বরাষ্ট্রমন্ত্রী joke টা বুঝেননি মোটেই!
যে সংস্থা এই joke টা বাস্তবায়ন করতে পেরেছে তাদেরকে বাহ-বাহ না দিয়ে সত্তিই পারা যায়না! কি মনে করেন আপনারা? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।