আমাদের কথা খুঁজে নিন

   

উহারা অধম বলিয়া আপনি কেন উত্তম হইবেন না?

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

তাহারা যাহা করিয়াছে আপনাকেও তাহাই করিতে হইবে এমন যুক্তি অসার! পূর্বে ছিলো এ্যানালগের যুগ অনেক অন্যায় করিয়াও পার পাওয়া যাইতো কিন্তু বর্তানে বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করিয়াছে। পাবলিকও ডিজিটাল হইয়াছে। এখন পাবলিকের অগচোরে দুর্নীতি বা অন্যায় করাটা অনেক কঠিন। তাহারা কাহাকেও ছাড়িয়া কথা কহে না যদিও তা দলের বিপক্ষেও যায়। সুতরাং আম জনতাকে অবজ্ঞা করিবেন না।

ডিজিটাল দুর্নীতি করার চিন্তা ভাবনা মাথায় থাকিলে তাহাকে ঝেটিয়ে বিদায় করুন। চামচাদের কথায় সায় দিয়া কোন অন্যায় কাজে হাত দিবেন না। চামচারা ক্ষনিকের। দলের ভাবমূর্তি রক্ষার্থে চামচা নামক ক্যান্সার শরীর থেকে বিচ্ছিন্ন করুন। দলের থেকে দেশ বড় এই বিবেচনায় ইতিবাচক কর্মকান্ড দ্বারা দেশের উন্নয়নে ব্রতী হোন।

আগে কে কি করিয়াছে তা না ভাবিয়া আপনি কী করিতেছেন তাহা ভাবুন। উহারা অধম বলিয়া আপনি কেন উত্তম হইবেন না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।