পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
মোটাসোটা বন্ধুবান্ধব থেকে সাবধান! এহেন বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানোর ফলে আপনিও নিজের অজান্তে একই ভাবে স্থুলতার শিকার হতে পারেন। কারন মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা অনেকটাই সংক্রামক। সাম্প্রতিক একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
আমেরিকার আ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব হিউম্যান ইভলিউশন আ্যান্ড সোসাল চেন্জ বিভাগের একদল গবেষক সম্প্রতি একটি গবেষণামূলক প্ত্রিকায় 'শেয়ার্ড নর্মস আ্যান্ড দেয়ার এক্ষপ্লানেশন ফর দ্য সোশাল ক্লাসটারিং অব ওবিসিটি' নামে একটি নিবন্ধ প্রকাশকরে এই দাবি করা হয়।
গবেষকরা জানিয়েছএন, অনেক সময়েই দেখা যায় স্থুলতার শিকার এমন বন্ধুবান্ধব বা আত্নীয়স্বজনরা তাদের কাছের মানুষকে বেশি করে খেতে উটসাহিত করেন। এবং যতদিন না পর্যন্ত তুলনায় কম স্থুলকৃতির বন্ধুরা তাদের মতো আকারে পরিণত না হচ্ছেন, ততদিন পর্যন্ত তাঁরা মাসিকভাবে অস্থির থাকেন।
গবেষকরা আ্যারিজোনার ১০১ জন স্থূলকায় মহিলা এবং তাদের ৮১২ জন নিকট আত্নীয়দের উপর একটি সমীক্ষা চালিয়েছিলেন। সমীক্ষায় দেখা গিয়েছে, স্থূললাকৃতির মহিলারা তাঁদের নিকট আত্নীয়দের মধ্যে যারা তুলনায় স্বাভাবিকের থেকে বেশি স্থূলাকৃতি তাদের সংগেই বেশি সময় কাটাতে পছন্দ করেছেন। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে এি তৃতীয়াংশ মহিলা এও জানিয়েছেন, মোটা হওয়ার চাইতে মানিসিক সমস্যায় তাঁরা বেশি ভূগছেন।
অন্যদিকে, ১৪.৫ শতাংশ মহিলা আবার জানিয়েছেন, মোটা হওয়াটাই তাদের যাবতীয় মনোকষ্টের কারণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।