আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে উপার্জনের একটা প্রমানিত কর্মপদ্ধতি

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই
প্রথমএই বলে রাখি আমি কখনোই অনলাইনে আয় করার কোনো কৌশল নিয়ে ব্লগ লিখিনি। কারন অনলাইনে আয় করা টপিক টা দেখলেই সবার ভেতরে একটা নেগেটিভ মোটিভ চলে আসে। আসার ই কথা, কারন ব্লগে যত অনলাইন আয় সম্পর্কিত পোস্ট আছে তার মধ্যে হাতে গোনা ১-২ টি হয়ত কাজ করে। বাকি গুলও করে কিন্তু যে আয় হয় তাতে কাজ করার মানসিকতা থাকেনা। এখন কথা হল যারা ফ্রিল্যান্সিং করেন, তারা অনেক মোটা অঙ্কের আয় করেন কারন তারা কাজ জানেন।

ফ্রিল্যান্সিং এ ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়ার ডেভেলপমেন্ট ইত্যাদী সম্পর্কে অনেক জ্ঞ্যান লাগে এবং তারাই এতে সফল হন যারা এই সম্পর্কে লেখাপরা করেছেন। কিন্তু সবাই ত আর সব বিষয় জানেন না তাই বলে কি আয় করতে পারবেন না? অবশ্যই পারবেন। এবং সে জন্য রয়েছে অনেক বিকল্প পদ্ধতি যাতে আপনি প্রতি মাসেই মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন যদি সত্যি আপনি আয় করতে চান আমি যে বিষয়ে লিখব সেটা বাংলাদেশের অনেকেই করেন এবং ব্লগেউ পাউয়া যাবে অনেক কেই। আমি পিটিসি, ক্লিক টু পে, এম এল এম, অনলাইন ইনভেস্টমেন্ট এই সব পদ্ধতিকে তিব্র ভাবে ঘৃ্না করি। এগুলা হল নেটের আবর্জনা।

শ্রম ঠিক ই নেবে কিন্তু সে অনুযায়ি টাকা দেবেনা। অনলাইন ইনভেস্টমেন্টের সব চেয়ে বেস্ট এবং যত সম্ভব সবচেয়ে বিশ্বাসযোগ্য উপায় হল ফোরেক্স ট্রেড। কিন্তু সেটা করতে আপনাকে অনেক দিন ধরে শিখতে হবে। যাহোক এখন সেই উপায় টার একটা টিওটোরিয়াল দেখাবো যে কিভাবে আমি আয় করি এবং আপনারাউ আয় করতে পারবেন যদি আপনাদের শ্রম আপনারা সঠিক ভাবে দিতে পারেন। পদ্ধতিটার নাম ফাইল আপলোডিং।

বিভিন্ন ফাইলহোস্ট যেমন Fileserve, Duckload, Megaupload, Hotfile, oron ইত্যাদি তে ফাইল আপলোড করে তা থেকে আয়। কিভাবে সেটা বর্ননা করছি সাধারনত এসব ফাইলহোস্ট এ ফাইল আপলোড করলে তারা একটা ডাউনলোড লিঙ্ক দেয়, আর সেই ডাউনলোড লিঙ্ক বিভিন্ন ফোরাম, ব্লগ এ শেয়ার করলে, এবং সেই লিঙ্ক থেকে যারা ডাউনলোড করবে সেই প্রতি ডাউনলোডের জন্যে আপনি একটি নির্দিষ্ট পরিমান ডলার পাবেন সাধারনত সেটা বিভিন্ন দেশ ভেদে বিভিন্ন এমাউন্ট হয়ে থাকে। মনে করুন আপনি ২০ এমবির একটা ফাইল আপলোড করলেন Fileserve এ এবং সেটা শেয়ার করলেন একটি জনপ্রিয় ফোরামে ,আমেরিকার একজন আপনার ফাইলটি একবার ডাউনলোড করল আর সে জন্যে আপনি পাবেন .003$ আর যদি এশিয়ান কোনো দেশের কেউ ডাউনলোড করে থাকে তাহলে আপনি পাবেন $.0005 . ফাইলটি যদি ১০০০ বার ডাউনলোড হয় তাহলে আপনি পাবেন A ক্যাটেগরির হলে 3$ , B ক্যাটেগরির হলে 2$ , C ক্যাটেগরির হলে 1$, D ক্যাটেগরির হলে $.50 এখন ভাবছেন ১টা ফাইল ১০০০ বার ডাউনলোড করানো কি মুখের কথা? একদম হতাশ হবেন না। ১টা ফাইল ১০০০ বার ডাউনলোড না করালেউ চলবে। আপনি তো আর ১টা ফাইল আপলোড করবেন না, আপনাকে আয় করতে হলে অনেক ফাইল আপলোড করতে হবে।

এবং তখন দেখবেন ১০-২০ টা ফাইল মিলে ১০০০ ডাউনলোড হয়ে গেছে যদি আপনার ফাইলগুলো কোয়ালিটি জিনিস থাকে। আপলোডের উপায় আর কি ধরনের ফাইল আপলোড করলে ডাউনলোড বেশি হবে সেটা পরে জানাচ্ছি। এখন দেখাবো কোন দেশের ব্যাবহারকারি ডাউনলোড করলে বেশি টাকা পাউয়া যাবে। ফাইলহস্ট গুলা দেশ গুলকে বিভিন্ন ক্যাটেগরি তে ভাগ করেছে A B C D ক্যাটেগরিতে। কোন ক্যাটেগরিতে কোন দেশ এবং কত সাইজের ফাইল আপলোডের জন্যে কত করে পাবেন পার ডাউনলোড সেটা নিচের ছবিটায় দেখুন ঃ * Country Groups: A Category 1. United States, United Kingdom, Canada B Category 2. France, Germany, Spain, Portugal, Italy, Denmark, Sweden, Switzerland, Netherlands, Norway, Ireland, Finland, Australia, New Zealand Category 3. Russia, Austria, Poland, Romania, Hungary, Czech Republic, Belgium, Latvia, Estonia, Lithuania, Luxembourg, Slovenia, Slovakia, Cyprus, Sierra Leone, Liechtenstein, Bulgaria, Greece, Turkey, Iran, Japan, Singapore, Malaysia, South Africa, Qatar, Bahrain, Kuwait, Saudi Arabia, United Arab Emirates, Brazil, Oman, Malta, Gibraltar D category 4. All Others আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান মূলত দক্ষিন এশিয়ার সবাই D category তে।

তাই এইসব দেশ থেকে ডাউনলোডে বেশি অর্থ পাওয়া যায় না। তবে হতাশ হবেনা না, আমি কিন্তু আমেরিকান দের থেকে ডাউনলোড করিয়ে ছেরেছি এবং করাচ্ছি। আপনারাউ পারবেন এখন দেখাবো কিভাবে আপনি ফাইল আপলোড করবেন বিভিন্ন ফাইলহোস্ট এ। সবাই এটাই ভাবছেন যে আমাদের দেশের লাইনের যে অবস্থা তাতে আপলোড ক্যান ব্রাউজিং ই করা যায় না। হ্যা, সঠিক ভেবেছেন, কিন্তু এই উন্নত বিশ্বে সব কিছু পরিবর্তন হয়ে গেছে।

আপনি ৪৮ কেবি পি এস লাইনেও দিনে ১০-১২ গিগা বা তার থেকেউ বেশি ফাইল আপলোড করতে করতে পারবেন। অবাক হলেন? হ্যা হওয়ার ই কথা, কারন রিমোট আপলোড ব্যাপারটা হয়ত অনেকেই জানেন না। যারা জানেন তারা বোঝেন । রিমোট আপলোড কি সাধারন ভাবেই বলি রিমোট আপলোড হল সার্ভার টু সার্ভার আপলোড। ধরুন আপনি কোনো ফোরামে একটা ভিডিও বা সফটওয়ার দেখলেন এবং ইচ্ছা করলেন যে এই ফাইলটা আপনি আপনার ফাইলহোস্ট এ আপ্লোড করে শেয়ার করবেন।

তখন আপনি রিমোট আপলোডের সুবিধা নেবেন কারন পিসি তে ডাউনলোড করে ফের আপলোড করা সম্ভব নয় (আমাদের দেশে) । আপনি তখন যা করবেন তা হল যে ফাইল্টা ফোরামে দেখেছেন সেটার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক বের করবেন আর সেই ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক আপনি আপনার যে ফাইলহোস্ট এ আপলোড করবেন সেটার রিমোট আপলোড সেকশন এ যেয়ে লিঙ্ক টা পেস্ট করে সাবমিট দিয়ে দিলেই, আপনার ফাইলহোস্ট নিজেই সেই ফাইলটা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজের সার্ভারে সেভ করে নেবে কিছু সময়ের মধ্যেই তবে ফাইলের সাইজ ভেদে সময় একটু বেশি লাগতে পারে । একটু পরে আপনি আপনার ফাইল ম্যানেজার এ গিয়ে দেখবেন ফাইলটা আপ্লোড হয়ে গেছে, এখন আপনি সেই ফাইলটা বিভিন্ন ফোরামে পোস্ট করুন। রিমোট আপলোডের জন্য কিভাবে ডাইরেক্ট লিঙ্ক পাবেন যদি প্রিমিয়াম একাউন্ট থাকে তাহলে তো কথাই নেই, একাউন্ট ইনফরমেশন দিয়েই রিমোট আপলোড করতে পারবেন, আর যদি প্রিমিয়াম একাউন্ট না থাকে তাহলে বিভিন্ন প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইটের মাধ্যমে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে রিমোট আপলোড করতে পারেন। নিচে এই পদ্ধতি টি ই আমি দেখাবো প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট হিসেবে আমি Rapidgen এই সাইটটি ব্যাবহার করেছি কিভাবে করতে হয় সেটা নিচের চিত্র দেখুন ঃ যেহেতু আমি Fileserve ব্যাবহার করি তাই Fileserve এ রিমোট আপলোড পদ্ধতি দেখাচ্ছি মনে করুন আপনি নিচের ফাইলটি রিমোট আপলোড করতে চাচ্ছেন লিঙ্কটি কপি করুন এবং র‍্যাপিডজেন এর প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর এর বক্সে পেস্ট করুন নিচের মত এখন কনভার্ট এ ক্লিক করুন, দেখবেন একটা পপ আপ এ আপনার প্রিমিয়াম লিঙ্ক জেনারেট হয়ে গেছে।

নিচে দেখুন এখন প্রিমিয়াম লিঙ্ক টি কপি করে Fileserve এর রিমোট আপলোড বক্সে পেস্ট করে সাবমিট দিন, দেখবেন ফাইলটি কিছুক্ষন পর আপনার ফাইল ম্যানেজার এ চলে এসেছে। নিচে দেখুন দেখুন ফাইলটি ফাইল ম্যানেজার এ চলে এসেছে এখন এটা বিভিন্ন সাইট এ শেয়ার করুন পোস্ট করবেন যেভাবে যে ফোরাম থেকে আপনি লিঙ্ক টি নিয়েছেন, সেই পোস্টে যেভাবে ছবি, ইনফরমেশন দেয়া ছিল, ঠিক সেই ভাবেই আপনি বিভিন্ন ফোরামে শেয়ার করুন। ইনফরমেশন এবং ছবি একটি পোস্টের কোয়ালিটি মেইনটেইন করে। প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর প্রসঙ্গে ঃ প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট গুলর মধ্যে বেশির ভাগ ই সার্ভার দুর্বল অথবা এড এ ভর্তি। আমি যেটা ব্যাবহার করেছি সেটা মোটামুটি ভাল আছে।

তবে হ্যা, এখানে একটা কথা বলতে হবে যে আপনি যদি টাকা দিয়ে মেম্বার হন তাহলে আপনি সব সময় ই ব্যান্ডউইডথ অনুযায়ী প্রিমিয়াম লিঙ্ক পাবেন, ফ্রিতে সব সময় সব হোস্ট নাউ পেতে পারেন আর ফ্রি তে ব্যান্ডউইডথ এর লিমিটেশন থাকে। আমি প্রেফার করব প্রিমিয়াম মেম্বার হতে। খরচ খুব ই কম, আপনি এলার্ট পে থেকে সামান্য কিছু ডলার (৩ ডলার বা তার সামান্য বেশি) পে করলে ওদের প্রিমিয়াম মেম্বার হতে পারবেন এবং ১ মাস সাইকেলে এই সেবা পাবেন। নিচে র‍্যাপিডজেনের প্যাকেজ গুল পাবেন র‍্যাপিডজেন প্যাকেজ আপনাকে প্রাথমিক ভাবে যা করতে হবে ঃ ১। প্রথমেই যে কোনো পছন্দের হোস্ট এ একাউন্ট খুলুন।

আমি প্রেফার করবো Fileserve , Duckload । এরা এখন ভাল পে করছে। ২। র‍্যাপিডজেন এ একাউন্ট খুলুন ৩। বিভিন্ন জনপ্রিয় ফোরাম সাইটে একাউন্ট খুলুন পোস্ট করার জন্যে ৪।

আপ্লোড করুন আর শেয়ার করুন একটা কথা এখানে বলতে হবে যে আপনার টার্গেট থাকতে হবে সবসময় ইউ এস কাস্টমার। যত বেশি আমেরিকান, কানাডা, ডাউনলোড পাবেন তত বেশি আর্নিং। তবে এশিয়ান ডাউনলোড ও অনেক পাবেন তাই কামাই নিয়ে চিন্তা অনেকটা কম কিন্তু যা শেয়ার করবেন তা যেন কোয়ালিটি হয় আপনাদের এর পরেউ সন্দেহ থাকতে পারে যে এটা অনেক শ্রমের কাজ অথবা কামাই হবেনা। নিচে দেখুন আমার গত কয়েক দিনের আর্নিং Fileserve Duckload টাকা কিভাবে রিডিম করবেন ঃ সাধারনত আমাদের দেশে এলার্ট পে ছাড়া আর কোনো উপায় নাই, আর এখন প্রায় প্রতি টা হোস্ট ই এলার্ট পে সুবিধা দিয়ে থাকে। তাই এলার্ট পে দিয়েই টাকা রিডিম করবেন কি ধরনের ফাইল আপলোড করলে ডাউনলোড বেশি হবে ঃ ১।

বিভিন্ন ধরনের ভিডিও ২। নতুন মুভি [ ৩০০ এমবি - ৪৫০ এমবির গুলা ভাল চলে] ৩। বহুল ব্যাবহৃত সফটওয়ার ৪। ওয়েবমাস্টার টুলস যেমন প্রিমিয়াম টেম্পলেট, জুমলা টেম্পলেট, স্ক্রিপ্টস ইত্যাদী মনে রাখবেন এই ধরনের ফাইল গুল কে বলা হয় warez ফাইল। আর এই ধরনের ফাইলগুলো সাধারনত রিপোর্ট পেলেই ফাইলহোস্ট গুলো ডিলেট করে দেয় DMCA Policy এর কারনে।

তাই ভাল হয় শেয়ার করার আগে ফাইলগুলর নাম পরিবর্তন করে দিন অথবা এর কোনো ব্যাকাপ রাখুন। এ ছারাউ আরো একটা পদ্ধতি আছে দ্রুত গতিতে আপ্লোড এবং ডাউনলোডের সেটা হল ভিপিএস । ভার্চুয়াল প্রাইভেট সার্ভার. এটা নিলে আপনি ১৫ এমবি স্পিডে ডাউনলোড আপ্লোড করতে পারবেন। এটা নিয়ে পরে আলোচনা করব যদি কারো জানার ইচ্ছে থাকে। আমি নিজে ভিপি এস ব্যাবহার করি আর হ্যা এটা কিন্তু ফ্রি পাওয়া যায়না।

অনলাইনে আর্নিং করতে হলে সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতেই হবে,আমাকেউ করতে হয়েছে, কারন ফ্রি তে কেউ ই আপনাকে কিছুই দেবেনা। আর খুব ই সামান্য অর্থ বিনিয়োগ করে আপনি প্রতি মাসে একটা ভাল কামাই আনতে পারেন তো দেরি ক্যানো শুরু করে দিন আর্নিং
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।