আমাদের কথা খুঁজে নিন

   

প্রমান ছাড়াই গাড়ির লুকিং গ্লাস চুরির দায়ে ভদ্রলোকদের হাতে গণপিটুনি খেল এক রিক্সাওয়ালা

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

ঘটনা টি তিন-চার দিন আগের, একজন প্রত্যক্ষদর্শীর কাছে শোনা, তার ভাষায় শুনুনঃ “সেদিন সকালে যথারীতি হাটতে গিয়েছি পার্কে। অনেকেই এসেছেন। বেশীর ভাগই মধ্যবয়সী, শিক্ষিত ও ধনবান বিশিষ্ট ভদ্রলোক (!), বেশীর ভাগই গাড়ি নিয়ে এসেছেন। এরা সুযোগ পেলেই কথায় কথায় রাজা –উজির মারেন, দেশটা গোল্লায় গেল বলে হা–পিত্যেশ করেন, কে কখন নীতিবিচ্যুত হলো তা নিয়ে তর্ক-বিতর্ক করেন।

একজন সকালের হাটা শেষ করে রাস্তায় পার্ক করে রাখা গাড়ির কাছে গিয়ে দেখতে পান তার গাড়ির লুকিং গ্লাস নেই। কে চুরি করেছে তা তিনি দেখতে পান নি। পাশে দাঁড়িয়ে ছিল এক রিক্সাওয়ালা...বেচারা হয়ত ভাড়ার আশায় সেখানে এসে দাড়িয়েছে, যদি কেউ হাটা শেষে রিক্সায় বাড়ি ফিরে। গাড়িওয়ালা (অ)ভদ্রলোক (একে আপনারা ভদ্রলোক বলবেন কিনা সে আপনাদের বিচার, তবে আমি বলবনা)রিক্সাওয়ালা কে পাকড়াও করে, “বেটা তুই চুরি করেছিস”। তাকে জোর করে ধরে পার্কের ভিতরে নিয়ে আসে, শুরু হয় মার।

রিক্সাওয়ালা বার বার অস্বিকার করে ভাই আমি চুরি করিনি, আমি ক্ষ্যাপের খোজে এখানে দাঁড়িয়েছি (তার কাছে লুকিং গ্লাস পাওয়া যায় নি)। ভদ্রলোক বলে তুই যদি চুরি নাও করে থাকিস তাহলে চোর তোর লোক, তুই রিক্সা দিয়ে গাড়ি আড়াল করেছিস, সে অই সুযোগে লুকিং গ্লাস চুরি করে পালিয়েছে। হুজুগে মাতার মত লোকের অভাব হয় না ...জড় হয় পার্কে হাটতে আসা ধনিক শ্রেণির অন্যরা। এবার শুরু হয় গনপিটুনি। রক্তাক্ত হয় রিক্সাওয়ালা মাথা ফেটে, এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সে।

তারপর তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে”। আমার প্রশ্নঃ যারা গুলশান পার্কে গাড়ি নিয়ে হাটতে যায় তারা কি জানেন না আঈন নিজের হাতে তুলে নিতে হয় না??? তারা কি জানেন না সন্দেহাতীত ভাবে প্রমাণ না হলে কাঊকে শাস্তি দেয়া ন্যায় বিচারের পরিপন্থী? এক অসহায় রিক্সাওয়ালা কে বিনা প্রমানে মেরে তারা কি নিজেদের বড় করলেন না ছোট করলেন??? এই রিক্সাওয়ালা কোথায় সুবিচার পাবে? (সুবিচার তো দূরে, সচিকিতসা পাবে নিয়া তাতেও সন্দেহ!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.