আমাদের কথা খুঁজে নিন

   

দারদ্রি সীমার নীচে বাস করা মানুষরে সংখ্যা ৪৫ভাগ থেকে ৩১ ভাগে নেমে এসেছে ///----- খাদ্য ও র্দুযােগ ব্যবস্থাপনা মন্ত্রী



নানা প্রতিকূলতার মাঝেও গত দুই বছরে দেশে দারিদ্র সীমার নীচে বাস করা মানুষের সংখ্যা শতকরা ৪৫ভাগ থেকে ৩১ ভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি গতকাল শনিবার টাঙ্গাইলে বাংলাদেশ রেজিষ্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। আব্দুর রাজ্জাক বলেন, নারীদের অধিকার সুনিশ্চিত করার জন্যই নারীনীতি প্রণয়ন করা হয়েছে। ইসলামের বিরুদ্ধে কোন ধরণের পদক্ষেপ নেওয়া হয়নি। যারা স্বাধীনতার বিরোধী তারাই নারীনীতির ভুল ব্যাখ্যা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে। তিনি বলেন, সরকার গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের ধৈর্য ও সহযোগিতা পেলে অবশ্যই অল্পদিনের মধ্যেই বিদ্যুতের সমস্যা কাটিয়ে উঠে দেশকে শিল্পোন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।