আমাদের কথা খুঁজে নিন

   

দারদ্রি বমিোচনরে নামে শুবংকররে ফাঁকি



দারিদ্র বিমোচনের নামে সারা দেশ জুড়ে চলছে দারিদ্র সংযোযনের খেলা,এনজিও গুলো দারিদ্র বিমোচনের নামে ঋণ দিয়ে কেড়ে নিচ্ছে দরিদ্রের সর্বস্ব।এতে করে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে।খুব কম সংখ্যক মানুষ আছে যারা এনজিও গুলো থেকে ঋণ নিয়ে নিজের অবস্থার উন্নতি করতে পেরেছে,এর কারন হিসাবে দেখা গেছে মাত্রাতিরিক্ত সুদ আদায়,জবরদস্তিমুলক এবং অপমানজনক আদায় পদ্ধতি,ঋণের পরিমান ও শর্তাবলী ইত্যাদি।বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় এক এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে আরেক এনজিও থেকে ঋণ নিচ্ছে,সেটি পরিশোধ করতে অন্য আরেক এনজিও থেকে ঋণ নিচ্ছে। এঅবস্থায় দারিদ্র মুক্তির আশায় মানুষগুলো ছুটেচলে একের পর এক ঋণ নামক মরিচিকার পিছনে, অবশেষে অনেকে ভিটেমাটি ছাড়াও হচ্ছে। অন্য দিকে ঋণদাতা এনজিও গুলো আয় করা সুদের টাকায় ফেপেফুলে দিন দিন পরিনত হয় শক্তিশালী অর্থলগ্নি প্রতিষ্ঠানে।এই প্রতিষ্ঠানগুলো দারিদ্র বিমোচনে যতটা না কার্যকর তারচেয়ে বেশি র্কাযকর দারিদ্র সংযোযনে। দারিদ্র বিমোচনের শ্লোগান নিয়ে কার্যক্রমের পুরোটাই শুবংকরের ফাঁকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।