অতি সাধারণ
গত মাসে হঠাত দেখি নেটের স্পীড ডাবল পাচ্ছি ৩২ kbs এর জায়গায় ৬৫ -৭০kbs খুশিতে আট খানা হয়া গেলাম ধুমায়া ডাউনলড......
কিন্তু আসল ঘটনা লুকায়া আসে আরেক জায়গায়। গত ক'দিন ধরে স্পীড ২০-২৫ এর বেশি উঠছেনা অথচ আমার নেট স্পীড ৫১২,
শেষ মেষ ফোন দিলাম কিউবির হেল্প লাইনে। আমার নেটের এই অতি স্পীডের কারন জানতে চাইলে তারা জানাইলেন আপনি ফেয়ার ইউজেস পলিসিতে আসেন মানে আমি বেশি বেশি ডাউনলড কইরা ফালাইসি তাইলে আনলিমিটেড কথাডার মানে কি? উত্তর নাই...
ফেয়ার ইউজের লিমিট টা কত জানতে চাইলাম, তাতেও কুনু উত্তর নাই
এই সব চোর বাটপারের হাত থাইকা কবে মুক্তি পাব? কবে সত্যিকারের আনলিমিটেড হাই স্পীড ইন্টারনেট পাবো??
3G র মুখ কি আমরা এই জনমে দেখতে পারবো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।